যৌন হেনস্থার শিকার ঋতাভরী ! নিশানায় টলিউডের নায়ক, পরিচালক এবং প্রযোজক
Victims of sexual harassment season! Nishanay is a Tollywood actor, director and producer

Truth Of Bengal: মালায়ালাম ইন্ডাস্ট্রির পর টলিউড ইন্ডাস্ট্রি! সম্প্রতি এমনি এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। R। প্রকাশ্যে আনলেন বাংলা সিনেমা জগতের অন্ধকার দিক।
পোস্টে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তার কাছে আবেদন জানালেন , বাংলা চলচ্চিত্র জগতে যেন দ্রুত তদন্ত শুরু করা হয়। অভিনেত্রী তার পোস্টে লেখেন “মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। আমি ভাবছি, বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না? প্রায় এই একই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে। জানি আরও কয়েক জন টলিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও ঘটেছে।”
View this post on Instagram
অভিনেত্রী তাঁর পোস্টে টলিউড নায়ক, পরিচালক এবং প্রযোজকে নিশানা করে লেখেন “নায়ক, প্রযোজক ও পরিচালকেরা ঘৃণ্য মানসিকতা নিয়েও কাজ করে চলেছেন। তাঁদের এই সমস্ত কাজের কোনও শাস্তি বা পরিণতি নেই। আরজি করের ঘটনায় এঁদের মোমবাতি হাতে হাঁটতে দেখা গিয়েছে, যেন ওঁরা নিজেরা মহিলাদের মাংসপিণ্ডের থেকে বেশি কিছু ভাবেন!” অভিনেত্রী হুশিয়ারি দিয়ে লেখেন “এই হত্যাকারীদের মুখোশ খুলে দিতে হবে। এই দানবদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমার সমসাময়িক সমস্ত অভিনেত্রীকে ডাক দিচ্ছি।
আমি জানি তোমরা কাজ হারানোর ভয় পাচ্ছ। এই পুরুষদের অধিকাংশই প্রভাবশালী বলেই তোমরা ভাবছ, কোনও দিন হয়তো কাজ পাবে না। কিন্তু আর কত দিন আমরা চুপ করে থাকব? নতুন অভিনেত্রীরা স্বপ্ন নিয়ে এই জগতে আসেন। তাঁরা বিশ্বাস করতে বাধ্য হন যে এই জগৎ মিষ্টি কথায় মুড়ে রাখা গণিকালয় ছাড়া আর কিছু নয়। এই অভিনেত্রীদের প্রতি কি আমাদের কোনও দায়িত্ব নেই?” এই পোস্টটির ক্যাপশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে লেখেন “দিদি, আমাদের ইন্ডাস্ট্রিতেও তদন্তের প্রয়োজন রয়েছে, এখনই। এটাকে গুরুত্ব দেওয়ার আগে আরও একটি ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনা ঘটে যাক আমরা চাই না। রুপোলি দুনিয়ায় রয়েছি বলে, পুরুষেরা আমাদের পণ্য বা তাদের যৌনতৃষ্ণা মেটানোর মাধ্যম হিসাবে দেখবে, এটা হতে পারে না”।
উল্লেখ্য মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার অভিযোগে বেশ অস্বস্তিতে রয়েছে কেরল সরকার। হেমা রিপোর্ট প্রকাশ্যে আসতেই হস্তক্ষেপ করল কেরল সরকার। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উচ্চপদস্থকারী পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রতিটি অভিযোগের সঠিকভাবে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। একটি ৭ সদস্যের তদন্তকারী দল গঠন করা হয়েছে।