বিনোদন
Trending

ক্যাটরিনার জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে দিলেন ভিকি, আদুরে পোস্টে কোন ‘গুড নিউজ’ দিলেন নায়ক ?

Vicky filled with love on Katrina's birthday, what 'good news' did the hero give in the cute post

The Truth Of Bengal: স্ত্রীর জন্মদিন বলে কথা। তার এই বিশেষ দিনে একটি লেখা সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন ভিকি কৌশল। এই পোস্টে তিনি তুলে ধরেছেন তাদের দাম্পত্য জীবনের কিছু না দেখা ছবি ও। ক্যাটরিনার জন্মদিন উপলক্ষে ভিকি কৌশল বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে একসাথে কোন মন্দিরে দুজনে পূজো দিতে যাচ্ছে। আবার কোন ছবিতে দেখা গিয়েছে তাদের বিভিন্ন ট্রিপের কিছু ছবি। সেই ছবিতে দেখায় দিয়েছে ঘুমন্ত ক্যাটরিনার সাথে ভিকি কৌশলের দুষ্টুমি কিছু মুহূর্ত।

স্ত্রীর জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি পোস্ট করে ভিকি কৌশল ক্যাপশনে লেখেন,’তোমার সঙ্গে স্মৃতি তৈরি করা আমার জীবনের সব থেকে সেরা অংশ। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’ প্রসঙ্গত, বর্তমানে ব্যাড নিউজ ছবি প্রচারে গিয়েছিলেন ভিকি কৌশল।  সেই প্রোমোশনে গিয়ে অনেকেই ভিকি কৌশল জিজ্ঞেস করেছে যে এবছর ক্যাটরিনার জন্মদিনে তার প্ল্যান কি? এছাড়াও নেটিজেনেরা জানতে চায় তারা কবে গুড নিউজ শোনাচ্ছেন।  এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে অভিনেতা জানান, ‘ধন্যবাদ! হ্যাঁ, দিনটা আমার জন্য খুবই বিশেষ। প্ল্যান বলতে আমরা একসঙ্গে সময় কাটাতে চাই। অনেক দিন ধরে প্রমোশন চলছে, ও ওর কাজের জন্য অনেক ঘুরছে।’

নিজের সেই কথা যে এদিন রেখেছেন অভিনেতা সেটা বেশ বোঝা যাচ্ছে।  প্রসঙ্গত, বিটা অনেক কান পাতলে, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে ক্যাটরিনা কাইফ নাকি, গর্ভবতী। তাদের লন্ডনের ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল হওয়ার পর থেকে এই গুজব রটে বেড়াচ্ছে। এছাড়াও অনন্ত ও রাধিকার বিয়েতে লাল রঙের একটি শাড়ি পড়ে এসেছিলেন অভিনেত্রী। সেই বিয়েতে গিয়ে তার বেবি বাম্প দেখা গিয়েছে বলে  অনেকে জানিয়েছে।  তবে সেই সমস্ত চর্চায় এবার যথারীতি জল ঢেলে দিলেন ভিকি কৌশল। ব্যাড নিউজ ছবি প্রচার করতে গিয়ে অভিনেতা জানান,’যে গুড নিউজের কথা বলছেন সেটা যখন হবে ঠিক শেয়ার করব। কিন্তু ততক্ষণ যা যা খবর রটেছে জানবেন তাতে সত্যতা নেই। সবটাই অনুমান।’

Related Articles