বিনোদন

প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী সুষমা শেঠের নাতনি! মেয়ে মিহিকার মৃত্যু সংবাদ দিলেন মা দিব্যা

Veteran actress Sushma Seth's granddaughter has passed away! Mother Divya gave the news of her daughter Mihika's death

The Truth Of Bengal: মাত্র ২৩ বছরে প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুষমা শেঠের নাতনি মিহিকা শাহ। অভিনেত্রী দিব্যা শেঠ মঙ্গলবার নিজের সোশাল মিডিয়ায় জানালেন মেয়ের মৃত্যুর সংবাদ।  সুষমা শেঠের পথ চলা শুরু দিল্লির থিয়েটার থেকে। চল্লচিত্র জীবনের তাঁর এই লম্বা সফর শুরু হয়েছিল পরিচালক শ্যাম বেনেগলের ‘জুনুন’ সিনেমার হাত ধরে। এরপর আর কখনও তাঁকে পিছন ফিরে দেখতে হয়নি। তিনি তাঁর ‘রাম তেরি গঙ্গা মইলি’, ‘চাঁদনী’, ‘কাল হো না হো’, ‘দিওয়ানা’, ‘সিলসিলা’, ‘প্রেম রোগ’, ‘কভি খুশি কভি গম’ প্রমুখ সিনেমার অভিনয়ে মনমুগ্ধ করেছেন বহু দর্শককে। এই বর্ষীয়ান অভিনেত্রীর মেয়ে দিব্যাও হিন্দি অভিনয় জগতের এক পরিচিত মুখ। তিনি ‘বনেগি আপনি বাত’, ‘দেখ ভাই দেখ’, ‘হাম লোগ’, ‘অভিমান’-এর মতো উল্লেখযোগ্য একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। তাঁর সিনেমার লিস্টে ‘ইংলিশ ভিংলিশ’, ‘জব উই মেট’, ‘আর্টিকেল ৩৭০’, ‘দিল ধড়কনে দো’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র রয়েছে।

গত ২৯ জুলাই দিব্যা নিজের সোশ্যাল মিডিয়াতে মা ও মেয়ের সাথে ছবি শেয়ার করে পোস্টের ক্যাপশনে লেখেন, “শুধুমাত্রই DNA বাস্তব, বাকটি কঠিন পরিশ্রম। এই মাতৃত্বকে ধন্যবাদ।” তারপর চলতি সপ্তাহের মঙ্গলবার তিনি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে মেয়ের মৃত্যুসংবাদ জানান। তিনি লেখেন, তাঁর মেয়ে মিহিকা ৫ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, বুধবার মিহিকার প্রার্থনা সভা। কিন্তু মিহিকার সাথে কী হয়েছিল? কেন এত অল্প বয়সে চলে গেলেন মিহিকা? এর জবাবে উঠে আসছে নানা খবর। যেমন এক প্রান্ত থেকে শোনা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই ২৩ বছরের মিহিকা অসুখে ভুগছিলেন। আবার আরেক প্রান্ত থেকে শোনা যাচ্ছে, হঠাৎ-ই জ্বর ও প্রবল খিঁচুনি হয়, তার জেরেই প্রাণ হারান মিহিকা। এখনও নিশ্চিতভাবে কারণ জানা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Divya Seth Shah (@divyasethshah)

Related Articles