বিনোদন

ঠিকানা বদলালেন বরুণ-নাতাশা, কিনলেন বিলাসবহুল বাড়ি

Varun-Natasha change address, buy luxurious house

Truth Of Bengal: দুই থেকে তিন হয়েছেন বহুদিনই হল। স্ত্রী, মেয়েকে নিয়ে এখন ভরা সংসার বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের। আর এবার নতুন বছর পড়তে না পড়তেই পুরোনো ঠিকানা ছেড়ে নতুন ঠিকানায় বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দালাল। মুম্বইয়ের জুহুতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বরুণ। সূত্রের খবর, বিলাসবহুল বহুতলের সাত তলায় বরুণ-নাতাশার ফ্ল্যাট।

৫১১২ বর্গফুটের এই ফ্ল্যাট ৪৪.৫২ কোটি টাকা দিয়ে কিনেছেন দম্পতি। ‘স্ট্যাম্প ডিউটি’র জন্য খরচ হয়েছে ২.৬৭ কোটি টাকা। নতুন বাড়ি কেনার সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছেন তাঁরা। বহুতলে রয়েছে সমস্ত রকমের আধুনিক ও উন্নত মানের সুবিধা। এই এলাকায় প্রতি বর্গফুটের মূল্য ৮৭,০৮৯ টাকা। মুম্বইয়ের জুহুতে বলিউডের একাধিক তারকা থাকেন এবার সেই তালিকায় জুড়লেন বরুণ-নাতাশাও।

বেশকিছু সময় ধরেই শোনা যাচ্ছিল নতুন বাড়ি কিনবেন বরুণ। শোনা গিয়েছিল,জুহুতে সমুদ্রের ধারে হৃতিক রোশনের একটি বাড়ি ভাড়া নেবেন বরুণ ও নাতাশা। কিন্তু বাড়ি ভাড়া নয় এবং বিলাসবহুল ফ্ল্যাটই কিনলেন বরুণ। সেখানেই একরত্তি লারা নিয়েই ছোট্ট সংসার পাতবেন বরুণ।

উল্লেখ্য, ২০২৪-এর ৩ জুন বরুণ ও নাতাশার কোলে এসেছে প্রথম সন্তান লারা। এই একরত্তিকে ঘিরেই এখন তাদের সাম্রাজ্য। বর্তমানে কাজ নিয়ে বেশ ব্যস্তই রয়েছেন বরুণ। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বরুণের ছবি ‘বেবি জন’। ছবিতে রয়েছেন জ্যাকি শ্রফ, ওয়ামিকা গব্বি ও কীর্তি সুরেশও। তবে কাজের মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না বরুণ। তাই নতুন বাড়ি কিনে সেখানেই একসঙ্গে সময় কাটাবেন পরিবারের সঙ্গে।