হাতে টিয়া নিয়ে ‘কান’-এর রেড কার্পেটে বিচিত্র সাজে উর্বশী, ভাইরাল ভিডিয়ো
Urvashi Rautela in a unique outfit on the red carpet of 'Kaan' with a tiara in her hand, viral video

Truth Of Bengal: ফ্যাশনের শহর ফ্রান্স। সেখানেই অনুষ্ঠিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসব ২০২৫। ১৩ মে থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’, যা আগামী ১০দিন চলবে। চলতি বছরের ‘কান চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনের দিনেই কানের রেড গালিচায় ধরা দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।
View this post on Instagram
কানের রেড কার্পেটের জন্যে উর্বশী বেছে নিয়েছিলেন মাল্টি কালার অফ শোল্ডার গাউন। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ অন্যরকম৷ সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড৷ কানেও ছিল মানানসই দুল৷ এদিন অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্লাচ৷ তবে সবচেয়ে বেশি যা চোখে পড়েছে, সেটা হলো অভিনেত্রী চড়া মেকআপ। এই লুকেই চলতি বছর কানের লাল গালিচায় হাজির হয়েছিলেন উর্বশী।
View this post on Instagram
তবে চলতি বছরে ‘কান চলচ্চিত্র উৎসব’-এ উর্বশীর লুক একেবারেই পছন্দ হয়নি নেটিজেনদের। একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী। নেটিজেনদের একাংশ বলছেন, ‘অত্যন্ত জঘন্য সাজ। আপনাকে এখন থেকে এড়িয়ে যাওয়াই ভাল।’ কেউ আবার বলছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’র ব্যবহার না করলেও পারতেন।’ আর এক নেটিজেন লেখেন, “ময়ূর বিহার যখন মুল্যাঁ রুজে হাজির হয়!” কেউ বা বলেন, “ডাকু মহারাজ কি কান-এ দেখানো হল?” কেউ বা লিখেছেন, “পুরো যেন পুজো মণ্ডপের থিম”। সবমিলিয়ে উর্বশীর পিছু ছাড়ছে না ট্রোল। উল্লেখ্য, চলতি বছর ‘কান চলচ্চিত্র উৎসব’-এ ডেবিউ করার কথা ছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। কিন্তু আলিয়া বদল করেছেন নিজের সিদ্ধান্ত।