বিনোদন

‘চুমু’ বিতর্কে এবার উদিত নারায়ণকে কটাক্ষ উরফির

Urfi takes a dig at Udit Narayan over 'Chumu' controversy

Truth Of Bengal: উদিত নারায়ণ, বর্ষীয়ান এই সংগীতশিল্পীই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক অনুষ্ঠানে গান গাইতে উঠেছিলেন। তবে গানের মাঝেই এক তরুণী অনুরাগীকে চুম্বন করেই বিতর্কে জড়ান উদিত নারায়ণ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে কটাক্ষের বন্যা।

বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর এহেন আচরণ কোনভাবেই মেনে নিতে পারছেন না কেউই। তাঁকে তার তাঁর বয়স এবং ভারতীয় সভ্য সংস্কৃতির কথা মনে করাতে ভুলছেন না নেটিজেনদের একাংশ। এবার বর্ষীয়ান গায়ককে একহাত নিলেন খোদ সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা উরফি যাদব। গায়ক উদিত নারায়ণকে কটাক্ষ করে উরফি বলেন, “৬৯ বছর হতে চলল উদিত নারায়ণের। এখন ওঁর যা বয়স এই বয়সে এটাই হয়। ওঁকে কী করেই বা দোষ দিই?”

কটাক্ষ করতে গিয়ে উদিতের গাওয়া গানের লাইনই ধার নিয়ে উরফি গুনগুনিয়ে ওঠেন, ‘কিস কিস কো প্যায়ার করু ম্যায়…।’ শুধু তাই নয়, উদিতের কণ্ঠে ‘কয়ামত সে কয়ামত তক’ সিনেমার জনপ্রিয় গান, ‘পাপা কহেতে হ্যায় বড়া নাম করেগা, বেটা হামারা অ্যায়সা কাম করেগা…’, সেই গানের লিরিকস বদলে উরফি জাভেদের মন্তব্য, “এবার তো দেখছি ছেলে আদিত্য নারায়ণের থেকে বাবাই বড় নাম করে ফেলবে এসব কাণ্ড ঘটিয়ে।” এক কথায় উদিত নারায়ণের চুম্বন কাণ্ডে উত্তাল দেশ। সমালোচনা ও চলছে জোরদার। এই ঘটনার সাফাই দিয়েছেন খোদ উদিত নারায়ণও। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বরং বিতর্ক আরও বেড়েছে।

Related Articles