বিনোদন

উরফির স্বপ্নপূরণ!

Urfi debut in bollywood

The Truth of Bengal: অদ্ভুত স্টাইল স্টেটমেন্টের জন্য খবরের প্রায়শই খবরের শিরোনামে থাকেন সোশ্যাল মিডিয়া স্টার উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের চমকে দেওয়ার জন্য কোন কসুর করতে ছাড়েন না এই মডেল। পোশাকের কারণে একাধিক সময় বিতর্ক বা চর্চায় থেকেছেন উরফি। যদিও অনেকেই তাঁর পোশাকের প্রশংসা করেছেন। তবে, বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, এবার নাকি উরফি পা রাখতে চলেছেন বলিউডে। একাধিক রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্র বলিউডে পা রাখতে চলেছেন উরফি।

দীর্ঘ দিন ধরেই সোশ্যাল মিডিয়া হিন্দি ছবিতে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এবার তাঁর সেই স্বপ্নপূরণ হওয়ার পথে। আগামি মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘লাভ সেক্স অউর ধোকা ২’। সেই ছবির হাত ধরেই নাকি বলিউডে ডেবিউ করবেন উরফি জাভেদ। শোনা যাচ্ছে, ছবিতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। চলতি বছর ভ্যালেন্টাইনস ডে-তে ঘোষণা করা হয়েছিল বড় পর্দায় আসছে ‘লাভ সেক্স অউর ধোকা’র সিক্যুয়েল। ২০১০ সালে মুক্তি পেয়েছিল দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘লাভ সেক্স অউর ধোকা’।

আর এবার  ১১ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লাভ সেক্স অউর ধোকা টু’। প্রসঙ্গত, সম্পর্কের বিভিন্ন জটিল পর্যায় নিয়ে তৈরি দিবাকরের এলএসডি-টু। ছবিতে ইন্টারনেটের একটা বিশেষ ভূমিকাও রয়েছে। আর সেখানেই হয়তো দেখা যাবে ইন্টারনেট সেনসেশন উরফিকে। আগেই জানা গিয়েছে, ‘লাভ সেক্স অউর ধোকা টু’ ছবিতে একটি ক্যামিও রোলে দেখা যাবে মৌনি রায়কেও। আর এবার উরফি। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে আগামি ১৯শে এপ্রিল। প্রথমে মৌনী আর এখন উরফির নাম জড়াতেই স্বাভাবিকভাবে এই সিক্যুয়েল ঘিরে এখন থেকেই দর্শকের মধ্যে উন্মাদনার পারদ যে চড়ছে তা বলাইবাহুল্য।

Related Articles