কলকাতায় টুইঙ্কল খান্না, ঘুরে দেখলেন তিলোত্তমার অলিগলি
Twinkle Khanna in Kolkata, visited the alleys of Tilottama

Truth Of Bengal: বলিউডের বহু তারকাই প্রায়সই কলকাতায় আসেন ঝটিকা সফরে। ঘুরে দেখেন সিটি অফ জয়। তিলোত্তমার মোহে হারিয়ে যান তারা। আর এবার কলকাতার সৌন্দর্যে ডুব দিলেন বলিউড অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কল খান্না। সম্প্রতি কলকাতায় ঝটিকা সফরে এসেছিলেন অভিনেত্রী। ঘুরে দেখলেন কলকাতার খুঁটিনাটি। যদিও নিজের কাজের কারণেই এই সফর অভিনেত্রীর। টুইঙ্কল বৃহস্পতিবার হঠাৎই পৌঁছে গিয়েছিলেন কুমোরটুলিতে। সেখানকার মৃৎশিল্পীদের সঙ্গে দিব্যি আড্ডা দিয়ে ডাকের সাজের খান কয়েক গয়নাও কিনলেন টুইঙ্কল খান্না। সবমিলিয়ে কলকাতা সফরের মুহূর্ত দারুণ উপভোগ করেছেন অক্ষয় ঘরণী।
View this post on Instagram
টুইঙ্কল নিজের সোশ্যাল মিডিয়ায় তিলোত্তমা ঘোরার মুহূর্ত ভাগ করে নিয়েছেন। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গেল, কুমোরপাড়ার অলি-গলিতে ঢুঁ মারার ছবি পাশাপাশি শিল্পীদের প্রতিমা গড়ার বিভিন্ন মুহূর্ত। এদিন অভিনেত্রীর পরনে ছিল নীল জিন্স এবং নীল ব্লেজার। হাসিমুখে কুমোরপাড়ায় দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। কলকাতায় এসে হ্যান্ডলুম শাড়িও যে তিনি কিনেছেন, সেকথাও জানালেন টুইঙ্কল খান্না।
পাশাপাশি অনুরাগীদের উদ্দেশে অক্ষয়পত্নীর প্রশ্ন, “ঘুরতে গিয়ে কোন জিনিসটা কেনা থেকে নিজেকে বিরত রাখতে পারেন না?” এই সফর নিয়ে টুইঙ্কল জানালেন, “কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলাম। তাই ভাগ্যক্রমে কুমোরটুলিতে সময় কাটাতে পারলাম। যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা গড়ে আসছেন। সেখান থেকে বেশ কয়েকটা শোলার কারুকার্য করা গয়না কিনলাম। বহু বছর ধরে এই মৃৎশিল্পীদের গল্প শুনি। আর এবার এসে ওঁদের সঙ্গে আড্ডা দিলাম।” সবমিলিয়ে অক্ষয় পত্নীর এই কলকাতা সফর ছিল বেশ নজরকাড়া।