বিনোদন

ত্রিপুরার মেয়ের শর্ট ফিল্ম “হেমলক”

Tripura girl's short film "Hemlock"

The Truth Of Bengal : প্রতিভা কখন কার মধ্যে থেকে আলো ছড়াবে সেটা আগে থেকে কখনও বলা যায়না। এমন বহু ছোট ছোট জায়গা থেকে উঠে আসে নানান প্রতিভা। তেমনই আবার ত্রিপুরা থেকে উঠে এল আরও এক তারা। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের ধোলাই ত্রিপুরা জেলার কমলপুরের বাসিন্দা দেবাদ্রিতা দত্তের শর্ট ফিল্ম ‘হেমলক’। যা পরিচালনা করেছেন সাইফ বৈদ্য। ৩৯ মিনিটের এই শর্ট ফিল্মটি মানসিক স্বাস্থ্য বিষয়ক গল্পকে সামনে রেখে তৈরি করা হয়েছে| ইতিমধ্যে এই শর্ট ফিল্মটি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছে। আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন অভিনেত্রী দেবাদ্রিতা দত্ত। চলতি বছরের জানুয়ারি মাসের মাত্র ১০ দিনে তৈরী হয়েছে এই শর্ট ফিল্ম।

FREE ACCESS

 

Related Articles