বিনোদন
Trending

ভালো মানুষীর মুখোশ পরে ছলচাতুরী? তাপসী হাসিন হলেও দিলরুবা নন

Tricky wearing the mask of a good man? Although Taapsee Haasin is not Dilruba

The Truth Of Bengal:  অবশেষে অপেক্ষার অবসান। ‘আবার একবার দেখা হয়ে গেল রানিজি, ভগবানও হয়তো ন্যায়ের জন্য অপেক্ষা করছে, আবারও জিজ্ঞেস করতে হবে রিষু সাক্সেনা কোথায়?’ ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছবির ট্রেলারের শুরুটাই হচ্ছে এই সংলাপের মধ্যে দিয়ে। ২০১১ সালে ওটিটি তে মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা’ যেখানে শেষ হয়েছিল তারপর থেকেই ফের আরও একবার রহস্য, প্রেম, বিশ্বাসঘাতকতার কাহিনী নিয়ে ওটিটি তে মুক্তি পেতে চলেছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলার অনুযায়ী আগামী ৯ অগাস্ট ওটিটি তে মুক্তি পাবে এই ছবি।

২০১১ সালে মুক্তি পাওয়া তাপসী পান্নুর জনপ্রিয় ছবি গুলির মধ্যে একটি হল ‘হাসিন দিলরুবা’ । এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন ভিনিল ম্যাথিউ। সেই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে  তাপসী পান্নু, বিক্রান্ত ম্যাসি এবং হর্ষবর্ধন রানেকে। এবারও ছবির সিক্যুয়েলে বাকি ২ জনকে দেখা গেলেও, দেখা যাবেনা হর্ষবর্ধন রানেকে। তার পরিবর্তে দেখা যাবে সানি কৌশলকে। এছাড়াও আছেন জিমি শেরগিল, আদিত্য শ্রীবাস্তব। ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছবিটি পরিচালনা করছেন জয়প্রদ দেশাই।

কথায় বলে জলে কুমির ডাঙায় বাঘ । ছবির ট্রেলারে দেখা গেল এমনই কিছু দৃশ্য। জলে কুমির থাকলেও ডাঙায় বাঘের পরিবর্তে রয়েছে তাপসী পান্নু, অর্থাৎ রানি। সে একের পর এক ফন্দি এঁটে চলেছে। এমনি সেমনি ফন্দি না। ভালোবাসার ফন্দি। একটা মানুষের সঙ্গে নয়, ২ জনের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাপসীকে। ভালো মানসীর মুখোশ পড়ে থাকলেও শিয়ালের মতো ধূর্ত রানি ওরফে তাপসী। দেখা যাবে রানি আর রিষুর চুটিয়ে প্রেমকাহিনী। ছবিতে রিষুর চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত ম্যাসি। কিন্তু এই প্রেমের মধ্যেই ধরবে ফাটল। কেন জানেন? তৃতীয় ব্যক্তির প্রবেশ। তৃতীয় চরিত্রের নাম অভিমন্যু। যে চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল। ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে রক্ত বন্যা বয়ে যাবে। খুন করা হবে কাও কে। জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে হাতের অর্ধেক অংশ, ট্রেলার দেখে মনে কৌতূহল অবধারিত কে কাকে মাড়ল? তবে কি দুই আশিক অর্থাৎ রানিকে পাওয়ার জন্য রিষু আর অভিমান্যুর মধ্যে লড়াই চলবে। এই সব প্রশ্নের উত্তর পেতে চাইলে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।

Related Articles