প্রকাশ্যে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’র ট্রেলার, একাধিক চমকে থাকছে নতুন সিজন
Trailer of 'Venom: The Last Dance' released, new season has many surprises

The Truth Of Bengal : মার্বেল ফ্যানদের কাছে বরাবরই ভেনম একজন প্রিয় চরিত্র। দুটি সিজনেই ব্যাক টু ব্যাক সাফল্য পাওয়ার পর এবার তৃতীয় সিজনেও দেখা গেল নতুন চমক। যা দেখা মাত্র আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন অনুরাগীরা। সিনেমায় দেখা যাবে এডি ব্রক এবং ভেনম’কে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সংঘাত করতে।
কেলি মার্সেল দ্বারা পরিচালিত ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’, চিত্রনাট্যে ভেনমের এবং এডি’র মধ্যেকার জটিল বন্ধনকে আরও গভীরে ভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেনপরিচালক।তাছারাও ট্রেলারটিতে তাদের অভ্যন্তরীণ সংগ্রাম এবং বাহ্যিক বিশৃঙ্খলাকে বেশি করে হাইলাইট করা হয়েছে। পৃথিবীতে আসন্ন এলিয়েন দ্বারা আক্রমণ থেকে রক্ষা করতে তাঁরা নেমেছেন নিজস্ব জুটিতে। এই অন্তিম পর্বে এছাড়া এও দেখানো হবে, ভেনমের প্ল্যানেটের লোকজন আসছেন ভেমন’কে ফিরিয়ে নিয়ে যেতে এই পৃথিবী থেকে, এবং শুরু করছেন তাঁদের পৃথিবীকে অধিগ্রহণ করবার কর্মসূচী। সেখান থেকেই কি ভেনম এবং এডি পারবেন এই পৃথিবীকে রক্ষা করতে? তা আপতত দেখা যাবে সিনেমাটি মুক্তি পেলে! তবে সব কিছু ঠিকঠাক থাকলে বড়পর্দায় সিনেমাটি মুক্তি পাবে চলতিবছরের অক্টোবর মাসে।