বিনোদন

জীবন থেকে বিষাক্ত মানুষদের ছেঁটে ফেলা উচিত,পরিণীতির পোস্ট ঘিরে জল্পনা  

Toxic people should be cut out of life, speculates around Parineeti's post

The Truth of Bengal: বিনোদন জগতে বিচ্ছেদ নতুন কিছু নয়। একের পর এক সম্পর্কে ইতি টানতে দেখা যায়। এক দিকে হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদে স্তব্ধ তাঁদের অনুরাগীরা। বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ মালাইকা অরোরা ও অর্জুন কপূর  থেকে শুরু করে আবার ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনাও চলছে বেশ কিছু দিন ধরে। আর এর মধ্যেই পরিণীতি চোপড়ার এক ‘রহস্যময়’ পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে বিনোদন জগতে।

নিজের একটি ছোট ভিডিয়ো পোস্ট করে তার ক্যাপশনে পরিণীতি লিখেছেন, “এই মাসে আমি নিজের জীবনকে আরও একটু ভাল করে দেখার জন্য থেমেছি। আবারও বুঝেছি, একজনের মানসিকতাই সব। অপ্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। এর জন্য এক সেকেন্ড সময়ও নষ্ট করবেন না। সময় কিন্তু বয়ে চলেছে। প্রতিটি মুহূর্ত কী ভাবে কাটাবেন, তা আপনার উপরেই নির্ভর করছে। অন্য কারও জন্য বাঁচা বন্ধ করুন।

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

নিজের মানসিকতার সঙ্গে মেলে, এমন মানুষ খুঁছে নিন। বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পাবেন না।” পরিণীতি আরও বলেন, “অন্যেরা কী ভাবছেন, তা নিয়ে ভাবা বন্ধ করুন। কোনও পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া বদলান। জীবনে সময় কিন্তু সীমিত। তাই নিজে যেমন চান, তেমন ভাবেই বাঁচুন।” পরিণীতির এই পোস্ট দেখে অনুরাগীরা   বিচ্ছেদের   সন্দিহান প্রকাশ করেছেন ।তবে অভিনেত্রী তার বিচ্ছেদ নিয়ে কিছু পরিষ্কার করেননি।

Related Articles