বিনোদন

নতুন বিজ্ঞাপনে অক্ষয়ের পরিবর্তে টাইগারের এন্ট্রি, কোন বিজ্ঞাপনে দেখা গেল ছোটে মিয়াঁকে?

Tiger's entry instead of Akshay in the new ad, in which ad was Chote Mian?

The Truth Of Bengal :  শাহরুখ খান এবং অজয় দেবগন আবারও একসঙ্গে। এবার তারা একটি তামাকজাত দ্রব্যের নতুন বিজ্ঞাপনের জন্য এবং এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার শ্রফ। এটা স্পষ্ট যে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ অভিনেতা তাঁর সহ-অভিনেতা অক্ষয় কুমারকে রিপ্লেস করেছেন। কারণ, এর আগে শাহরুখ, অজয় এবং অক্ষয় ত্রয়ীকে দেখা গিয়েছিল একসঙ্গে। তখন এই বিজ্ঞাপন ঘিরে নানা আলোচনাও হয়েছিল। কেন তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে অভিনেতারা তা নিয়ে প্রশ্ন তুলেছিল ভক্তেরা। শেষপর্যন্ত এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ান খিলাড়ি কুমার। এবার তার জায়গায় এন্ট্রি নিলেন টাইগার শ্রফ।

সদ্য প্রকাশিত এলাচের নতুন বিজ্ঞাপনে দেখা যাচ্ছে শাহরুখ খান, অজয় দেবগন গাড়িতে বসে যানজটে আটকে পড়েছেন। ঠিক তখনই অজয় এলাচের প্যাকেট ছিঁড়ে খেতে শুরু করেন। এরপর সবাই আসে সেই সুবাসে একই রঙে রাঙা হতে। তারপর টাইগার ও আমিরাও ঢুকে পড়েন সেখানে। পরে, টাইগার এসে গাড়িতে বসেন। এর আগে পানমশালার বিজ্ঞাপন নিয়ে কম জলঘোলা হয়নি। বিতর্কের রেশ এতটাই জোরদার হয় যে বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন তিনি। এবার নতুন বিজ্ঞাপন নিয়ে ফের আবার বিতর্কে জড়ায় নাকি বলিউড তারকারা সেটাই দেখার বিষয়।

Related Articles