চলতি বছরেই আসছে ‘প্রজাপতি ২’,ঘোষণা প্রযোজকের
This year is coming 'projapoti 2', the announcement of the producer

Truth Of Bengal : সময়টা বেশ ভালই যাচ্ছে টলিউড সুপারস্টার দেবের। একের পর এক ছবি নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত দেব। গতবছর মুক্তি পাওয়া দেবের ছবি ‘খাদান’ রীতিমতো বক্স অফিসে ঝড় তুলছে। পাশাপাশি চলতি বছরেই আসছে দেবের ‘রঘু ডাকাত’। বসন্ত পঞ্চমীর দিন ‘রঘু ডাকাত’ ছবির মহরৎ ও সেরে ফেলেছেন ছবির কলাকুশলীরা। না এখানেই শেষ নয় চমকের। বসন্ত পঞ্চমীর দিনই দেবের আরও এক ছবির। আসছে ‘প্রজাপতি ২’। ঘোষণা করলেন ছবির প্রযোজক। যদিও ‘প্রজাপতি ২’ আসছে সেই খবর আগেই জানিয়েছিলেন দেব। এবার পাকাপাকি ভাবে তাতে সিলমোহর দিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী। বেঙ্গল টকিজের প্রযোজনা সংস্থায় আসছে ‘প্রজাপতি ২’।
সরস্বতী পুজোর দিন ‘প্রজাপতি ২’ ছবির ঘোষণা করলেন প্রযোজক অতনু রায়চৌধুরী। সূত্রের খবর, চলতি বছরেরই জুন মাসে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে শুটিং হবে। আর ডিসেম্বর মাসে বড়দিনে মুক্তি পাবে দেব-মিঠুন অভিনীত ছবি ‘প্রজাপতি ২’। আগের ছবির সিক্যুয়েল এটি। ছবির আগের ভাগের মতোই দ্বিতীয় ভাগেও দেবের বাবার চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তবে দেব আর মিঠুন চক্রবর্তী ছাড়া এই ছবিতে আর কে কারা থাকবেন সেই বিষয়ে কিছু জানানো হয়নি। সবমিলিয়ে নতুন বছরে এক দিকে যেমন আসছে দেবের ‘রঘু ডাকাত’ অন্যদিকে আসছে ‘প্রজাপতি ২’। দুই ভিন্ন ধরনের ছবিতে দেখা যাবে দেবকে। বলাই যায় এই দুই ছবি নিয়ে উন্মাদনা ক্রমশ বাড়ছে সিনেপ্রেমীদের।