বিনোদন

এবার ভূতের গল্প নিয়ে হাজির শিবপ্রসাদ-নন্দিতা জুটি, আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’

This time, the Shivprasad-Nandita duo is coming with a ghost story, 'Bhanupriya Bhooter Hotel' is coming

Truth Of Bengal: টলিউডে বরাবরই হিট নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি। তাদের একের পর এক ছবির বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছে। গতবছর পুজোয় মুক্তি পেয়েছিল ‘বহুরূপী’। যা নতুন মাইলফলক ছুঁয়েছিল। তবে এবার উইন্ডোজ প্রযোজনা সংস্থার তরফে দেওয়া হল বড় চমক। নতুন গল্প নিয়ে হাজির  শিবপ্রসাদ-নন্দিতা জুটি। কি সেই নতুন গল্প? এবার ভূতের গল্প নিয়ে আসছেন তার। ছবির পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায়। ছবির নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।

বৃহস্পতিবার উইন্ডোজ প্রযোজনা সংস্থার ফেসবুক পেজ হ্যাক হয়ে গিয়েছে বলে খবর রটে। কিন্তু বিকেলেই স্পষ্ট করা হয় হ্যাক নয় বরং নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনা সংস্থার অফিশিয়াল পেজ গিয়েছিল ভূতেদের দখলে। আসলে সবটাই ছবি  প্রচারের মাধ্যম বলে জানানো হয় প্রযোজনা সংস্থার তরফে।

তবে প্রচার মাধ্যম যাই হোক না কেন শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির ফার্স্ট লুক যে বড় চমক দিল সবাইকে সেটা বলাই যায়। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা। ইতিমধ্যেই পুরোদমে চলছে প্রি-প্রোডাকশন। চলতি বছরের মাঝামাঝি শুরু হবে শুটিং। কাস্টিংয়ে বড় চমক থাকতে পারে বলেই খবর। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।