এবার বড়পর্দায় খলনায়িকার চরিত্রে অপরাজিতা
This time Aparajita plays a villain on the big screen

Truth of Bengal: বড়পর্দা হোক বা ছোট পর্দা তার জনপ্রিয়তা সর্বত্র। তিনি অপরাজিতা আঢ্য। প্রায় দু দশক ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করে চলেছেন সকলের। সব রকমের চরিত্রেই সাবলীল অভিনেত্রী। তবে এবার একটু পুরোনো ছক ভেঙে প্রথমবার খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা আঢ্য। সূত্রের খবর, ‘বানসারা’ ছবিতে একজন বড় মাফিয়া চরিত্রেই দেখা যেতে চলেছে অপরাজিতাকে।
‘বানসারা’ ছবির পরিচালনায় আতিউল ইসলাম। মাইথোলজির চাদরে নতুন ছবি ‘বানসারা’ তৈরি করেছেন আতিউল ইসলাম। ছবিতে ফুটে উঠবে, পুরুলিয়ার একটি জঙ্গলে ঘেরা গ্রামের গল্প। বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে বানসারা। এই বনদেবী এতটাই জাগ্রত যে বনদেবী নাকি স্বয়ং অপরাধীদের নিজে হাতে ত্রিশূল দিয়ে বধ করেন। দেবীর ইচ্ছে, আদেশ, নির্ধারিত সিদ্ধান্ত সমস্ত কিছুই দেবী বড়মা মারফত পৌঁছে দেন সমস্ত গ্রামবাসীর কাছে।
এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে। নাম গৌরিকা দেবী। তিনি বানসারার ভালো এবং মন্দের একটি নিয়মাবলী ঠিক করে রেখেছেন। তিনি বানসারার রক্ষক এবং একইসঙ্গে রাজনীতিবিদ। সেই বানসারার বড়মা অর্থাৎ গৌরিকা দেবীর ভূমিকাতেই দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। গোটা ছবি জুড়েই রয়েছে একাধিক সাসপেন্স। ছবিতেঅপরাজিতা আঢ্য ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বনি সেনগুপ্তকে।
ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। এছাড়াও ছবিতে দেখা যাবে মুন সরকার, ভাস্কর দত্ত সহ আরও অনেককে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। আর প্রথম ঝলকেই সামনে এসেছে খলনায়িকার চরিত্রে অপরাজিতার ফার্স্ট লুক। যা মন কেড়েছে দর্শকদের। সবমিলিয়ে ‘বানসারা’ ছবিতে খলনায়িকার ভূমিকায় বড় চমক দিতে চলেছেন অভিনেত্রী। তাকে ছবিতে খলনায়িকার ভূমিকায় দেখতে মুখিয়ে রয়েছে তার অনুরাগীরা।