“বহু দূর থেকে তাঁকে সরাসরি দেখার এটাই একমাত্র উপায়”, পরিণীতির কথায় কি বিচ্ছেদের সুর?
This is the only way to see him directly from far away Parineeti's words are the tone of separation

The Truth of Bengal: গত সেপ্টেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। আর জুলাই মাসে একের পর এক বিভ্রান্তি ছড়ানোর মাঝেই পরিণীতির সমাজমাধ্যমের একটি পোস্ট ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছিল তবে কি পরিণীতির সাথে রাঘবের ঘর ভাঙতে চলেছে। তবে ৭ অগস্ট, বুধবার সকালে সমাজমাধ্যমে পরিণীতি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে স্বামীর সাথে দূরত্ব বজায় রেখে চলেছেন।
এই মুহূর্তে অভিনেত্রী পরিণীতি লন্ডনে এবং স্বামী রাঘব চড্ডা রয়েছেন ভারতে। এই সময় সংসদে চলছে বাদল অধিবেশন আর সেখানেই সময় দিচ্ছেন আপ সাংসদ রাঘব। পরিণীতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন যাতে দেখা যাচ্ছে, বাড়িতে অবসর যাপন করছেন অভিনেত্রী। কোলে একটি ট্যাব নিয়ে সরাসরি রাজ্যসভার অধিবেশনে চোখ রেখেছেন তিনি। যেখানে সাংসদ রাঘব চড্ডাকে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে।
এর আগে পরিণীতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। নিজের ভিডিয়োর সঙ্গে লিখেছিলেন, “নিজের মানসিকতার সঙ্গে মেলে, এমন মানুষ খুঁজে নিন। বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পাবেন না।”এর পরই শুরু হয় জল্পনা, তবে কি বিয়ে ভাঙতে চাইছেন? অনেক অনুরাগীও জিজ্ঞেস করেছিলেন, “সব ঠিক আছে তো?” এ দিন পরিণীতি বলেছেন, “বহু দূর থেকে তাঁকে সরাসরি দেখার এটাই একমাত্র উপায়।”