বিনোদন

এই প্রথম অস্কারের দৌড়ে বাঙালি গায়িকার গান, কী গানে বাজিমাত করলেন ইমন?

This is the first time a Bengali singer has won an Oscar, what song did Emon win with?

Truth Of Bengal: অস্কারের দৌড়ে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তী। ইমনের সঙ্গে লড়াইয়ে লেডি গাগা, এলটন জন। এই প্রথম কোন বাংলা গান অস্কার নমিনেশন স্থান পেল। অস্কার নমিনেশনে স্থান পেয়েছে ইমনের গাওয়া ‘ইতি মা’ গান। এটি পুতুল ছবির গান, পথশিশুদের নিয়ে গাওয়া এই গান এবার বিশ্বমানের স্বীকৃতি পেল।

এবারের অস্কারে একদিকে সেরা মৌলিক গানের তালিকায় রয়েছে ৭৯টি গান আর অপর দিকে সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য রয়েছে মোট ১৪৬টি গান। আর এই গান গুলির মধ্যে রয়েছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান।

ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি ‘পুতুল’ ছবিতে রয়েছে ইমনের গাওয়া গান ‘ইতি মা’। ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে এই গানটি মুক্তি পেয়েছে। এবার সেই গানই নিয়ে এল এত বড় স্বীকৃতি।