মুঞ্জিয়ার ট্রেলারে অসাধারন সাড়া পাওয়ার পর, এবার মক্তি পেল প্রেম আর বন্ধুত্বের মিশেলে আদ্যপান্ত একটি রোমান্টিক গান
This is a romantic song in the mix of love and friendship

The Truth Of Bengal: মুঞ্জ্যা, এক দানব, যার একমাত্র ইচ্ছা তার প্রেমিকা মুন্নিকে বিয়ে করা এবং যে তার ইচ্ছা পূরণের জন্য যে কোনও প্রান্তে যেতে পারে। আসছে হরর কমেডি মুঞ্জা।প্রথম ভারতীয় ফিচার ফিল্ম যার সবটা জুড়েই আছে একটি পূর্ণাঙ্গ CGI চরিত্র। স্ত্রীর সাফল্যের পর আবারও দর্শকদের, বিশেষ করে এই প্রজন্মের বাচ্চাদের বিনোদনের জন্য ম্যাডক ফিল্মস , নিয়ে আসছে এই মুভিটি।
রিলিজ হয়েছে একটি আদ্যপান্ত রোমান্টিক গান। মুঞ্জিয়ার ট্রেলারে অসাধারন সাড়া পাওয়ার পর, রিলিজ হয়েছে এই গান টি।তেনু খাবার নেহি… কলেজ প্রেম বন্ধুত্ব জুড়ে আছে এই গানে। আদিত্য সরপোতদার দ্বারা পরিচালিত এবং অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি এই মুনজ্যা শুধুমাত্র কথা বলতে এবং নড়াচড়া করতেই পারে তা নয় বরং দর্শকদের মধ্যে ভয় ধরাতেও পারে।
এটি প্রথম ভারতীয় ফিচার ফিল্ম যার সবটা জুড়েই আছে একটি পূর্ণাঙ্গ CGI চরিত্র। শর্বরী ওয়াঘ, অভয় ভার্মা এবং মোনা সিং কিম্ভুতকিমাকার দানব থেকে পরিত্রাণ পেতে লাগাতার সংগ্রাম করে পৌঁছায় একটি অভিশপ্ত জায়গায় এই জায়গা টি একমাত্র সমাধান। 7ই জুন বড় পর্দায় মুক্তি পাচ্ছে মুঞ্জ্যা।