অপেক্ষার অবসান, অবশেষে প্রকাশ্যে এল টেক্কার টিজার
The wait is over, the teaser of Tekka is finally out

Truth Of Bengal: টলিউড সুপারস্টার দেবকে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরের। তার ছবির মুক্তির অপেক্ষায় থাকেন অনুরাগীরা।শেষ তাকে প্রধান ছবিতে দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির ফের বক্স-অফিসে টেক্কা দিতে প্রস্তুত অভিনেতা দেব। এবার পুজোয় আসছে তার নতুন ছবি ‘টেক্কা’। প্রকাশ্যে এল ছবির টিজার। যা ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।১ মিনিট ২২ সেকেন্ডের টিজারে নজর কেড়েছে দেবের লুক । অভিনেতাকে দেখা গেল নোংরা জামা-প্যান্ট, বড় চুল, একটু ভবঘুরে লুকে।
“বিদ্রোহ আর প্রাণের ঝুঁকি, তাসের দেশে প্রথম উঁকি..”
The stakes are high, and every move is a gamble. The game is on—dare to play? Watch the #Tekka Teaser now. 🂱#TekkaTeaser #UnveilTheMystery #BiggestThriller2024 #Dev45 #ReleasingOct8 #ThisPuja #TheGameUnfolds@swastika24… pic.twitter.com/GCpYT4KCsi
— Dev (@idevadhikari) September 13, 2024
ছবিতে ইকলাখের ভূমিকায় দেখা যাবে দেবকে।যে এক স্কুলছাত্রীকে অপহরণ করেই সমাজের উঁচুশ্রেণির মানুষদের প্রতিশোধ নেবে । টিজারে দেবকে বলতে শোনা গেল “পৃথিবীর সবথেকে বড় অবরাধ গরীব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাঁদের খোঁজ করে রাখে না। কেউ চেনে না। তবে এবার চিনবে।”অপহরণ হওয়া স্কুলছাত্রী উদ্ধারে পুলিশের ঝাঁঝালো চরিত্রে দেখা গেল রুক্মনী মৈত্রকে। স্কুলছাত্রীর মায়ের চরিত্রে আবেগ প্রবন ভাবে ধরা দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জানা গিয়েছে সংবাদের জগতে তাকেও ঝাঁঝালো চরিত্রে দেখা যাবে।
এই থ্রিলার ঘরানা ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।এর আগে জুলফিকার ছবিতে একসঙ্গে কাজ করেন দেব এবং সৃজিত। টেক্কা ছবিতে দেব, রুক্মনী ও স্বস্তিকা ছাড়াও গুরত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দোপাধ্যায়, টোটা রায় চৌধুরী ,বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। চলিত বছরের পুজোতে দেব এন্টারটেনমেন্ট ভেনচার ব্যানারে মুক্তি পাবে ‘টেক্কা’।
প্রসঙ্গত, দেব তার এক্স-হ্যান্ডেলে টেক্কা ছবির টিজার টুইট শেয়ার করে লিখেছেন ‘বিদ্রোহ আর প্রাণের ঝুঁকি, তাসের দেশে প্রথম উঁকি…’। অভিনেতা আরও লেখেন, ‘অনেক বড় বাজি রাখা হয়েছে। সব পদক্ষেপই জুয়া। খেলা চলছে… খেলার সাহস আছে তো? এখনই দেখুন টেক্কার টিজার।’
উল্লেখ্য, সিনেপ্রেমিদের জন্য এবারের পুজো জমজমাট হতে চলেছে। কারন একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাবে পুজোতে। দেব-সৃজিতের ‘টেক্কা’ ছাড়াও মুক্তি পাবে এসভিএফ প্রোডাকশনের ‘সন্তান’। রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ এবং অরিন্দম শীলের ‘মিতিন মাসি’ পুজোতে মুক্তি পাবে।