বিনোদন

প্রতীক্ষার অবসান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান পেলেন মমতা শংকর

The wait is over, Mamata Shankar receives Padma Shri award from President Draupadi Murmu

Truth Of Bengal: দীর্ঘ অপেক্ষা শেষ। পদ্মশ্রী সম্মান হাতে পেলেন কিংবদন্তি শিল্পী মমতা শংকর। ২৭ মে মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে পেলেন পদ্মশ্রী সম্মান পেলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী। মমতা শংকর নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় জীবনের স্মরণীয় মুহুর্তের ছবি ভাগ করে নিয়েছেন। পাশাপাশি মায়ের এমন অনন্যা কৃতিত্বের ছবি ও ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন পুত্র রাতুল শঙ্কর। ভাগ করে নিয়েছেন তাঁর মনের কথাও। তিনি লিখেছেন, ‘আমাদের সবার জন্যই গর্বের মুহূর্ত। মা, তুমি আমাদের প্রতি নিয়ত গর্বিত করে তোলো। তোমার গৌরবেই ঝলমল করি আমরা।’

জীবনের সব থেকে বড় স্মরণীয় মুহুর্তের জন্যে মমতা শংকর বেছে নিয়েছিলেন বাঙালিয়ানা। এদিন জরির কাজ করা, লাল তাঁতের শাড়ি পরেছিলেন মমতা। সঙ্গে সোনার গয়না। গায়ে জড়ানো আঁচল। ছিমছাম সাজ। খোঁপায় গোঁজা ফুল। তবে বরাবরের মতোই মুখ ভরা হাসিকে সঙ্গী করেই ধীর গতিতে হেঁটে যান মঞ্চে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে তুলে দিলেন পদ্মশ্রী। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল পদ্মশ্রী প্রাপকদের তালিকা। তখনই জানা গিয়েছিল মমতা শংকরের নাম। তারপর থেকেই অপেক্ষা ছিল এই পদ্মশ্রী সম্মান হাতে পাওয়ার, ছুঁয়ে দেখার। অবশেষে সেই স্বপ্নই পূর্ণ হল বর্ষীয়ান শিল্পী মমতা শংকরের।

Related Articles