বিনোদন

টলিউডে ভুয়ো কাস্টিংয়ের ফাঁদ! নেটিজেনদের সতর্ক করলেন পরিচালক সায়ন্তন নিজেই

The trap of fake casting in Tollywood! Director Sayantan himself warned the netizens

The Truth Of Bengal : সিনেমা কিংবা সিরিয়ালে অভিনয় করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন টলিউডের জনপ্রিয় পরিচালক সায়ন্তন ঘোষালের সঙ্গে! হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি পোস্ট ঘোরাঘুরি করছে। শুধু যে এই বিজ্ঞাপন ঘুরেই বেড়াচ্ছে তা নয় অভিনয় করতে গেলে দিতে হচ্ছে টাকাও। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে কিছু লোকের সঙ্গে শুধুমাত্র সাক্ষাৎ করলেই সোজা সায়ন্তনের দেখা মিলবে। তাহলে কি সত্যিই সায়ন্তন এভাবে তার নতুন প্রোজেক্টের জন্য কাস্টিং করছেন?

না সম্পূর্ণ তথ্য একেবারেই ভুয়ো। এই বিজ্ঞাপন বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর আগেই নিজে এগিয়ে এলেন পরিচালক। এটি সতর্কবার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, “আমি জানতে পারলাম। এক ব্যক্তি আমার নাম ভাঙিয়ে একটা ভুয়ো কাস্টিংয়ের সুযোগের জানিয়েছেন। এমনকী, ভুয়ো এই কাস্টিংয়ের কথা বলে মানুষজনের কাছ থেকে টাকাও নিচ্ছে এবং প্রমিস করছে, তাঁদের ছেলেমেয়েদের অভিনয়ের সুযোগ করে দেবে।”

এই সতর্কবার্তায় বিশিষ্ট পরিচালক সায়ন্তন লেখেন, “আমি কাস্টিংয়ের জন্য কাউকে সরাসরি যোগাযোগ করিনি। কোনও অডিশন বা ইন্টারভিউ আমার দিক থেকে করা হয়নি বা হচ্ছে না। সোশাল মিডিয়াতেও এমন কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। আমি বা আমার টিম কোনওরকম কাস্টিংয়ের জন্য অর্থ দাবি করেনি বা করে না। সবার কাছে অনুরোধ, দয়া করে এই ভুয়ো অ্য়াকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন।”

প্রসঙ্গত, শুধুমাত্র সায়ন্তন একা নয় এর আগে দেবের প্রযোজনা সংস্থার নামেও কাস্টিং এর খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখনও ঠিক একই ভাবেই নেটিজেনদের সাবধান করেছিলেন দেব। দীপক অধিকারীর প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, ” বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ‘কিশমিশ’ সিনেমার কাস্টিং নিয়ে অনেকে পোস্ট করছেন, আমরা আপনাদের জানাতে চাই এমন পোস্টগুলি সম্পূর্ণ মিথ্যে এবং আপনারা কেউ এই মিথ্যে ফাঁদে পা দেবেন না।”

Related Articles