ফের শোকের ছায়া টলিপাড়ায়, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা পার্থসারথী দেব, গভীর শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রীর
The shadow of grief again, the late veteran actor Parthasarathy Deb

The Truth Of Bengal: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব। গতকাল রাত ১১.৫০-এ তিনি শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘ দিন সিওপিডির সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। ফুসফুসে সংক্রমণ ছিল। তাঁর নিউমোনিয়াও ধরা পড়েছিল। বুকে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। ৯ ফেব্রুয়ারি থেকে বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। এর আগে ২০২১ সালে এক বার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন পার্থসারথি।
ওপিডি প্লাস চেস্ট ইনফেকশন হয়েছিল অভিনেতার। মঞ্চে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করে। বাদ যায়নি বড়পর্দাও। সিনেমার কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর সহ-সভাপতি ছিলেন পার্থসারথি। আর্টিস্টস ফোরামের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এই দুঃসংবাদ জানানো হয়। তাতে ফোরামের সাধারণ সম্পাদক তথা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ-সভাপতি পার্থসারথি দেব ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর অকালপ্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে।’’ সেখানেই জানানো হয়, ২৩ মার্চ টেকনিশিয়ানস স্টুডিয়োতে ১২টায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। অভিনেতার সহকর্মী, ভক্ত, প্রিয়জনেরা চাইলে সেখানে গিয়ে মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন।
এদিকে অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া টলিপাড়ায়। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং জয়জিৎ ব্যানার্জি ফেসবুকে একটি পোস্ট করে জ্ঞাপন করেছেন।
অভিনেতার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Sad to know of the demise of distinguished and senior actor Partha Sarathi Deb. His departure impoverishes us.
My condolences to the family, friends and admirers of the artist.
— Mamata Banerjee (@MamataOfficial) March 23, 2024