বিনোদন

নায়িকা এবার নেপথ্য গায়িকা! কোন ছবিতে গান গাইবেন স্বস্তিকা?

The heroine is now a backing singer! Which film will sing Swastika?

The Truth Of Bengal :  ছবির দুনিয়ায় নায়িকা আর গায়িকার কোনো অভাব নেই। টলি থেকে বলি বহু জনপ্রিয় নায়িকা শুধুমাত্র যে অভিনয় করেছেন তা নয় গান গেয়েও বহু জনপ্রিয়তা অর্জন করেছেন বহু টলি-বলি অভিনেতা ও অভিনেত্রী। তবে এবার টলিপাড়ায় জোর গুঞ্জন উঠেছে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় নাকি গাইবেন গান। তবে কোনো যে সে গান নয়, তিনি গাইবেন রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি।

বেশ কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে অরিন্দম ভট্টাচার্য দ্বারা পরিচালিত ‘দুর্গাপুর জংশন’ ছবিতে প্লেব্যাক করতে চলেছেন স্বস্তিকা। নায়িকা হিসেবে বহু চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে এবার বাংলা ছবিতে গান গাইবেন এই বিশিষ্ট অভিনেত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার…’ গানটিতে গ্লা দেবেন তিনি। চলতি মাসের শেষে সম্ভবত তিনি গান রেকর্ড করবেন। স্বস্তিকা অভিনীত চরিত্রে কোনও অতীতের স্মৃতির সঙ্গে এই গান যুক্ত। চূড়ান্ত আবেগের এক মুহূর্তে গানটি শোনা যাবে বলেই খবর। কখনও গান না গাইলেও ছোটোবেলা থেকেই অভিনেত্রীর গানের প্রতি ছিল অগাধ ভালোবাসা। তবে তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন তাঁর বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে মিলে। তাই পরিচালকের কাছে প্রথম প্রস্তাব পেয়েই এই সুজক ছাড়তে চাননি অভিনেত্রী।

শিল্পশহর দুর্গাপুরে বেশ কিছু রহস্যজনক ঘটনায় শুরু হয় সিরিয়াল কিলিং। আর এই খুনের কিনারা করতেই একেবারে মরিয়া হয়ে ওঠেন এক বিশিষ্ট সাংবাদিক। অভিনেত্রী স্বস্তিকাই অভিনয় করছেন এই সাংবাদিকের চরিত্রে। জানা যাচ্ছে, চলতি মাসে স্বস্তিকার রেকর্ডিং এর সময় তাঁর সঙ্গেই গলা মেলাবেন বিশিষ্ট গায়িকা ইমন চক্রবর্তী। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। স্বস্তিকার সঙ্গী হিসেবে দেখা যাবে তাঁকে।

প্রসঙ্গত, এর আগে ‘শিবপুর’ সিনেমাটি তৈরি করেছিলেন অরিন্দম। সেই ছবিতে স্বস্তিকার সঙ্গে দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন মমতা শঙ্কর।

Related Articles