বিনোদন

চার দিন পর জঙ্গল থেকে উদ্ধার অভিনেতার নিথর দেহ, কে এই অভিনেতা জানেন?

The frozen body of the actor was recovered from the forest after four days

The Truth of Bengal: চার দিন নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে মার্কিন অভিনেতা কোল ব্রিংস প্লেন্টির নিথর দেহ পাওয়া গেল। প্যারামাউন্ট সিরিজ ‘১৯২৩’-এর দৌলতে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু অকালেই প্রাণ হারালেন অভিনেতা। মাত্র ২৭ বছর বয়সেই প্রয়াত হলেন অভিনেতা।

প্লেন্টির আত্মীয়, ‘ইয়েলোস্টোন’ অভিনেতা মোসেস ব্রিংস প্লেন্টি ইনস্টাগ্রামে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এবং অভিনেতার বাবার একটি বিবৃতি শেয়ার করেছেন। অভিনেতার বাবার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার ছেলে কোলকে খুঁজে পাওয়া গেছে এবং সে আর আমাদের সাথে নেই তা নিশ্চিত করে আমি গভীরভাবে শোকগ্রস্ত।

যারা কোলের জন্য প্রার্থনা করছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ জানা গেছে,পারিবারিক অশান্তির এক ঘটনায় পুলিশের সন্দেহভাজন তালিকায় ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল লরেন্স পুলিশ।

Related Articles