বিনোদন
Trending

প্রকাশ্যে ‘খাদান’-এ যীশুর প্রথম লুক, কীর্তনিয়া রুপে বাজিমাত নেটমহলে

The first appearance of Jesus in the public 'Khadan'

The Truth Of Bengal : জল্পনা আগের থেকেই ছিল। তাতে সিলমোহর পড়লো এবার।  রবিবার সকালেই যীশু সেনগুপ্তর ‘খাদান’ লুক শেয়ার করলেন অভিনেতা ও প্রযোজক দেব। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া ছবি শেয়ার করে যীশু সেনগুপ্ত লিখেছেন, ‘কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি ‘ । খাদান সিনেমায় অভিনেতাকে দেখা যাবে কীর্তনিয়ার বেশে।

নিউ ইয়ারের শুরুতেই খাদানের প্রথম  ঝলক প্রকাশ করেছিলেন দেব। খাদান ছবিটি কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি হবে। ছবিটি পরিচালনা করবেন সুজিত দত্ত। অভিনেতার বিপরীতে থাকবেন ইধিকা পাল ।

উল্লেখ্য , বছরের শুরুতেই  সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল দেব ও সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ছবি প্রধান। মুক্তির পরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এই ছবি। দেব-সৌমিতৃষার এই ডেবিউ জুটির অন স্ক্রিন কেমেস্ট্রি প্রতিটি দর্শকের মন ছুঁয়েছে।

 

FREE ACCESS

 

Related Articles