বিনোদন

ডাঙ্কির মুখোমুখি সালার, বড় দ্বন্দ্ব শুরু হয়েছে বক্স অফিসে

Dunki vs salaar

The Truth of Bengal: একেবারে বছরের শেষে বড়দিনের মাসে বক্স অফিসে চলছে ধুন্দুমার লড়াই। দীর্ঘ পাঁচ বছর পুরনো দ্বন্দ্বের ছোঁয়া যেন আবার দেখা গেল। বড় পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি ডাঙ্কি। এর পরের দিনই মাত্র একদিনের তফাতে মুক্তি পেল প্রভাসের ছবি ‘সালার – পার্ট ওয়ান সিজফায়ার’। প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে প্রায় 30 কোটির ব্যবসা করে ফেলেছে রাজকুমার হিরানী পরিচালিত ছবি ডাঙ্কি। শাহরুখের জবানের সঙ্গে প্রতিযোগিতা এড়ানোর কারণে পেছানো হয়েছিল সালারের মুক্তির তারিখ। কিন্তু সেই ঘুরিয়ে ডাঙ্গির মুখোমুখি হল সালার।

প্রসঙ্গত, পাঁচ বছর আগে শাহরুখ খান অভিনীত ছবি জিরো এবং যশ মুক্তি পেয়েছিল 2018 সালের ২১শে ডিসেম্বর। অর্থাৎ একই দিনে। প্রশান্ত নীল পরিচালিত ছবি ছিল কেজিএফ। এ বছরেও একই পরিচালক এর পরিচালনায় এসেছে সালার। এর আগে এই পরিচালকের পরিচালনায় তৈরি কেজিএফ এর সাফল্য একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছিল শাহরুখ খানের জিরো কে। এ বছর আবার প্রশান্ত নীলের পরিচালনায় সালার এবং শাহরুখ খানের গান কি একই মাসে একদিনের তফাতে মুক্তি পেল। এবার শুধু এটাই দেখার যে ডাংকি আর সালার ঠিক কতটা একে অপরকে টেক্কা দিতে পারে দর্শক মহলে।

Related Articles