বিনোদন

প্রথম ছবিতে হোঁচট স্টারকিডদের ,জমলো না ‘দ্য আর্চিস’

The Archies

The Truth of Bengal: এমনিতেই বলিউডের গায়ে নেপোটিজমের দাগ। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ এই ছবিটিও নেপোটিজমেরই ফসল বলে মনে করছেন অনেকেই। অন্তত, ২ ঘণ্টার এই ছবি দেখে এমনটাই মনে হবে। যেখানে একঝাঁক স্টারকিড রয়েছেন। দুর্দান্ত লোকেশন রয়েছে। ক্যামেরার কারসাজি রয়েছে। মিউজিক রয়েছে। একটা সংগ্রাম, বিপ্লব রয়েছে। এতকিছু থাকা সত্ত্বেও, যা নেই, তা হল অভিনয়। হ্যাঁ, জোয়া আখতারের মতো মাস্টার পরিচালক পেয়েও, ৭ স্টারকিডের দল অভিনয়টা জমাতে পারেননি। অবশ্য তাঁরা সেজেছেন, নেচেছেন, প্রেম করেছেন। কিন্তু সবই বৃথা গেল করুণ অভিনয়ের দরুণ।

ষাটের দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ছবির চিত্রনাট্য এবং আমেরিকার জনপ্রিয় ‘আর্চি’ কমিকসের থেকেই চরিত্রগুলো ধার করেছেন জোয়া। গল্পে টেনে এনেছেন বন্ধুত্ব এবং পরিবেশ বাঁচানোর লড়াইকে। ছবির গল্প টানটান থাকলেও বলিউডের একঝাঁক নতুন মুখ নিয়ে ছবি করে বিফল মনোরথ হলেন পরিচালক জোয়া। ছবির লুকে দ্য আর্চিস নজর কাড়লেও ছবি কিন্তু প্রথমদিনই মুখথুবড়ে পড়ল দর্শকের কাছে।

ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা, শাহরুখ কন্যা সুহানা খান ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। অগস্ত্যা ও খুশির মোটের উপর ভাল হলেও পুরোপুরি ব্যর্থ সুহানা। যে সুহানা এর আগে নাটকের মঞ্চে সাফল্য পেয়েছিল তাঁকে খুঁজে পাওয়া গেল না ছবিটিতে। তাই প্রথম ছবি হিসেবে এই তিন স্টার কিডের কপালে জুটল ব্যর্থতা। তাই প্রথম ছবির এই ব্যর্থতা কাটিয়ে আগামিদিনে তারা কতটা সাফল্য খুঁজে পায় সেটাই দেখার বিষয়।

 

Related Articles