
The Truth Of Bengal: বলিউডের আপকামিং মুভি দ্যা আর্চিস। মাত্র ১৭ বছর বয়সী কিছু স্কুল পড়ুয়াদেরকে নিয়ে দ্যা আর্চিসের গল্প সাজিয়েছেন পরিচালক জোয়া আখতার। শাহরুখ কন্যা সুহানা খান, ,জাহ্নবী কাপুরের বোন খুশি কাপর এবং বচ্চন পরিবারের ছোট সদস্য অগস্ত্য নন্দা এই ছবির মূল আকর্যণ।
স্টার কিডদের নিয়ে পরিচালক জোয়া আখতারের তৈরি বলিউডের আপকামিং ছবি দ্যা আর্চিস। সুহানা খান, খুশি কাপুর, এবং অগস্ত্য নন্দা এই ছবির মূল আকর্ষণ। এই তিন স্টার কিডদের ডেবিউ ছবির মুক্তি শুক্রবার। বলিউডের জেন-জেডের কান্ডকারখানা দেখতে এখন মরিয়া হয়ে আছে গোটা বলিউড।
ষাটের দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এই ছবির চিত্রনাট্য। যখন পর্তুগীজ শাসন থেকে সবে মাত্র রক্ষা পেয়েছে গোয়া সেই সময়ের গল্প উঠে আসবে দ্যা আর্চিস-এ। উঠে আসবে আর্চি, বেটি, ভেরোনিকাদের নিখাদ প্রেম, বন্ধুত্ব ও সবুজের জন্য লড়াই-এর গল্প। রিভারডেল শহরের স্কুল পড়ুয়াদের জীবনের সেরা সময়ের গল্প উঠে এসেছে এই ছবিতে। লন্ডন থেকে সদ্য ফিরেছে বড়লোক ঘরের মেয়ে ভেরোনিকা, দেখা যায় সেই ছবিও। ছবিতে আর্চি অ্যান্ড্রুসের চরিত্রে অভিনয় করছেন অগস্ত্য। মিউজিকই তাঁর ধ্যান-জ্ঞান। আর বেটি কুপারের চরিত্রে রয়েছেন খুশি কাপুর। স্টার কাস্টের জন্যই এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা একটু বেশি।
দ্য আর্চিসের ট্রেলার মুক্তির পর থেকেই আগ্রহে অপেক্ষা করছিল দর্শক। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে দ্য আর্চিজ। মিউজিক্যাল ফিল্ম দ্যা আর্চিসে ডেবিউ মুভিতে তারকা সন্তান সুহানা-অগস্ত্য-খুশি দর্শককে কতটা মনোরঞ্জন করতে পারবে সেই উত্তর মিলবে ছবি মুক্তির পরেই।
Free Access