বিনোদন

৩ দিনে ৩ কোটি রোজগার তেলেগু ছবি ‘মহারাজা’-র

Telugu film 'Maharaja' earns 3 crores in 3 days

The Truth Of Bengal : ১৪ ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিথিলান স্বামীনাথন দ্বারা পরিচালিত তেলেগু মুভি ‘মহারাজা’। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপ, মমতা মোহনদাসকে। ‘মহারাজা’ মূলত একটি অ্যাকশন থ্রিলার মুভি। এটি এমন একটি চলচ্চিত্র যা দুই পিতার জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে। একটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। যে তার প্রাক্তন স্ত্রীকে হারিয়েছিলেন তার মেয়ে ছোট থাকা অবস্থায়। অন্যদিকে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ। যিনি তাঁর স্ত্রী এবং কন্যাকে নিয়ে সুখে থাকেন।

চলচ্চিত্রটিতে দেখা যাবে ‘মহারাজা’ নামে একজন ব্যক্তি তার বাড়ির ‘লক্ষ্মী’ নিখোঁজ হওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর তিনি যখন থানায় অভিযোগ করতে যান তখন পুলিশ তাকে সাহায্য না করে তাকে মারধোর করেন। আর তার পরেই ‘মাহারাজা’ সিদ্ধান্ত নেন যে তিনি একাই ডাকাতদের সাথে লড়াই করবেন। এভাবেই অ্যাকশন এবং থ্রিলারের সাথে সিনেমাটি এগিয়ে চলে।

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনে বক্স অফিসে ৪.৫ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার ছবিটি বক্স অফিসে ৭.৫৮ কোটি টাকা আয় করেছে। আর তৃতীয় দিনে ৯.১৪ কোটি। সব মিলিয়ে তিন দিনে মুভিটি প্রায় ২০ আয় করেছে। আপাতত ‘মহারাজা’ সিনেমাটি গোটা মাসে কত টাকার ব্যাবসা করবে সেটাই দেখার।