
The Truth of Bengal: ১ মিনিট ২৫ সেকেন্ডের টিজারে গায়ে কাঁটা দিতে পারে। টিজারে দেশভক্তের স্পষ্ট ঝলক মিলেছে। এবং এই ছবি যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে তা বলাই বাহুল্য। টিজারের শেষে ব্যবহৃত একটি সংলাপ নিঃসন্দেহে বাড়িয়েছে উত্তেজনা, ‘ভারত কো ছেড়োগে তো ছোড়েঙ্গে নেহি’ অর্থাৎ ‘ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না’। আপাতত সকলেই অপেক্ষায় ৮ অক্টোবর, ট্রেলার মুক্তির।
ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ অক্টোবর, ২০২৩-এ। বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত এদিন সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘তেজস’-এর পোস্টার ও টিজার ৷ এয়ারফোর্স অফিসারের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে ৷সরভেশ মেওয়ারা পরিচালিত এই ছবি ঘিরে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে৷ শত্রুপক্ষকে আকাশপথে পরাজিত করতে ভারতের অন্যতম অস্ত্র তেজস।
ফাইটার জেট তেজস এয়ারফোর্সের অন্যতম হাতিয়ার | তার সঙ্গে ছবির মিল না থাকলেও মিল রয়েছে নামে । আসলে এই ছবিতে কঙ্গনাকে দেখা যাবে এয়ারফোর্স অফিসার তেজস গিলের ভূমিকায় । তিনি আকাশ পথে দেশের হয়ে যুদ্ধে সামিল হবেন | তবে পরিচালক আগেই জানিয়েছিলেন এই ছবি বায়োপিক নয়।
Free Access