বিনোদন

ত্রিবেণী সঙ্গমে ডুব তামান্নার, অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

Tamannaah dives into Triveni Sangam, actress shares experience

Truth Of Bengal: প্রয়াগরাজের মহাকুম্ভে সামিল হয়েছেন কোটি কোটি মানুষ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত ভিড় জমিয়েছেন প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে। তবে শুধু দেশ নয় বিদেশ থেকেও পূর্ণার্থীরা ভিড় করেছেন। ইতিমধ্যেই বহু বলিউড তারকাও সেরেছেন পুণ্যস্নান। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। রবিবার ত্রিবেণী সঙ্গমে পুণ্যাস্নান সারলেন তামান্না। মহাকুম্ভে স্নানের সেই অভিজ্ঞতা কেমন ছিল নিজেই ভাগ করে নিয়েছেন।

তামান্না ভাটিয়ার বলেন, “জীবনে একবারই এরকম সুযোগ আসে। কত মানুষ যোগ দিচ্ছেন এখানে। আমার মনে হয়, আমরা সকলে জীবনে একটু সুখী হতে চাই। শান্তি পেতে চাই। জীবনের সমস্ত ভোগান্তির থেকে মুক্তি পেতে চাই। সকলেই নিজের মনের কথা নিয়ে মহাকুম্ভে যোগ দিয়েছেন। আর সকলের সঙ্গে পুণ্যস্নান করে আমারও ভালো লাগল। ভক্তি এবং বিশ্বাসের কারণেই আমরা আজ এত বড় কাজ করতে পারছি। আমার মনে হয়, সেই বিশ্বাসের জোরেই আমরা সকলে এখানে একত্রিত হতে পেরেছি।”

উল্লেখ্য, তামান্না তাঁর পরবর্তী ছবি ‘ওডেলা ২’ এর টিজার প্রকাশ্যে আনেন মহাকুম্ভ থেকে। শনিবারই ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের সঙ্গে নিয়েই প্রকাশ্যে আনেন  ‘ওডেলা ২’ এর টিজার।কপালজুড়ে কাটা তিলক। কাঁধে ঝোলা। হাতে ডমরু। সন্যাসী বেশে তামান্নার নতুন লুক ব্যাপক নজর কেড়েছে সকলের।

Related Articles