বিনোদন

মায়ের জুতো হাতে তৈমুর, ছেলের ছবি পোস্ট করিনার

Taimur holding his mother's shoes, Kareena posts son's picture

Truth Of Bengal: মাত্র ৮ বছর বয়সেই ‘জেন্টলম্যান’ করিনা-সইফ পুত্র তৈমুর। এত ছোট বয়সে নবাব পুত্র যা করল তাতে চোখ আটকাবে আপনারও। এদিন সোশ্যাল মিডিয়ায় করিনা ছেলে তিনটি ছবি শেয়ার করেছেন। আর তাতেই ধরা পড়েছে তৈমুরের সুভদ্র রাজপুরুষের মতো ভাবভঙ্গি। সেখানে তৈমুরকেই দেখা যাচ্ছে, আলো-আঁধারিতে। পিছন থেকে তোলা ছবি। ঈষৎ মাথা নিচু করে নবাব-পুত্র হেঁটে চলেছেন হয়তো কোনও হোটেলের করিডোর ধরে। স্যুট-প্যান্টে ছোট্ট তৈমুরকে দেখে মনে হচ্ছে কোনও দায়িত্ববান পুরুষ। ডান হাতে ধরা একজোড়া জুতো। আর সেই জুতো যে করিনার তা স্পষ্ট।

করিনা ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “মায়ের সেবা। এ বছর এবং অনন্তকাল। শুভ নববর্ষ বন্ধুরা। আরও অনেক ছবি আসছে। সঙ্গে থাকুন।” তবে তৈমুরের মায়ের প্রতি এই আদুরে আচরণ একজন দায়িত্ববান পুরুষের পরিচয়। যা মাত্র ৮ বছর বয়স থেকেই স্পষ্ট নবাব পুত্রের মধ্যে।

করিনার তৈমুরকে এখন থেকেই দায়িত্ববান করে তুলছেন। মহিলাদের সম্মান করতে শেখাচ্ছেন আর বাধ্য ছেলের মত তৈমুর ও মায়ের কথা মেনে নিচ্ছেন তা এই ছবিতেই স্পষ্ট। এই ছবি পোস্ট করার পর থেকেই তৈমুরের প্রসংশায় পঞ্চমুখ নেটিজেনরা। সবমিলিয়ে বলাই যায় মা ছেলের এই বন্ডিং বেশ নজর কেড়েছে সকলের।

Related Articles