বিনোদন

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাহসান-রোজা, প্রকাশ্যে বিয়ের ছবি

Tahsan-Roza get married, wedding photos released

Truth Of Bengal: নতুন জীবন শুরু করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাহসান এবং রোজা আহমেদ।

এদিন সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তাহসান-রোজা দুজনেই। বিয়ের জন্যে  তাহসান-রোজা দুজনেই বেছে নিয়েছিলেন সাদা গোলাপীর কম্বিনেশন। এদিন তাহসানের পরনে ছিল সাদার উপরে গোলাপি আর গেরুয়া সুতোর সূক্ষ্ম কাজের শেরোয়ানি। অন্যদিকে রোজা বেছে নিয়েছিলেন, সাদা আর গোলাপী বর্ডারের কাজ করা শাড়ি। বলা যায় রং মিলান্তিতেই দেখা গেল নবদম্পতিকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Tahsan (@tahsankhan)

বিয়ের ছবি পোস্ট করে তাহসান ক্যাপশনে লেখেন, “কোনও এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?” বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের অনুরাগীরা। তাহসানের স্ত্রী রোজা পেশায় একজন মেক আপ আর্টিস্ট।

 

 

View this post on Instagram

 

A post shared by Roza Ahmed (@umme_habiba_roja)

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ২০১৭ সালে যৌথ ভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তাহসান-মিথিলা। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। যদিও মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথ ভাবেই পালন করছেন তাঁরা। মিথিলা ২০১৯-এর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আর এবার পুরোনো সব স্মৃতি ভুলে নতুনভাবে জীবন শুরু করলেন এই বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান।