বিনোদন

সুশান্তের মৃত্যু তদন্তে ইতি, শেষ রিপোর্টে কোন তথ্য সামনে আনল সিবিআই?

Sushant's death investigation ends, what information did the CBI bring to light in the final report?

Truth Of Bengal: সুশান্ত সিং রাজপুত। যার রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় পরে গিয়েছিল গোটা দেশ জুড়ে। একাধিক অভিযোগে বিদ্ধ হয়েছিল বলিউড। ২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। তাঁর মৃত্যুর পর থেকেই উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে শেষ হল সুশান্তের মৃত্যুর তদন্ত। সিবিআই এর তরফ থেকে জানিয়ে দেওয়া হল আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। শনিবার মুম্বই আদালতকে সিবিআই এই মামলার অন্তিম রিপোর্ট জমা দেয়।

সুশান্তের মৃত্যুর ৫ বছর পর অন্তিম রিপোর্টে  সিবিআই জানিয়ে দিল আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে অন্য কোনও দিক উঠে আসেনি। এমন কোনও প্রমাণও মেলেনি, যার ভিত্তিতে খুনের তত্ত্ব প্রতিষ্ঠা করা যায়। জানিয়ে দেওয়া হয়, সুশান্তের মৃত্যুর সপক্ষে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র বা অন্যায় কাজের সন্ধান মেলেনি। সবমিলিয়ে অভিনেতার মৃত্যুর ৫ বছর পর শেষ হল তাঁর মৃত্যুর তদন্ত।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। আগস্টে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এই মামলার তদন্তে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় অনেককে। যাঁদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাইও। যদিও বর্তমানে তাঁরা মুক্ত। তবে অভিনেতার মৃত্যুর ৫ বছর পর তদন্ত রিপোর্ট পেশ করে মৃত্যু মামলায় ইতি টানল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related Articles