‘সিকান্দার’-এ ব্যস্ত সুলতান, নিরাপত্তার ঘেরাটোপে চলছে শুটিং
Sultan is busy with 'Sikandar', shooting is going on under tight security

Truth of Bengal: বারংবার মিলছে প্রাণনাশের হুমকি। তবে সেই হুমকি উপেক্ষা করে শুটিং চালিয়ে যাচ্ছেন বলিউডের সুলতান। আসন্ন ছবি ‘সিকান্দর’-এর কাজ চলছে জোর কদমে। তবে সবটাই হচ্ছে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে। বর্তমানে হায়দরাবাদের একটি হোটেলে ‘সিকান্দার’ ছবির শুটিং চলছে বলে এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। সলমন খান তার আসন্ন প্রজেক্টের জন্য হায়দরাবাদে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার সঙ্গে একটি গানের শুটিং-এ ব্যস্ত।
জানা যায়, যেখানে শুটিং হচ্ছে তার একটা অংশ সিল করে দেওয়া হয়েছে, যা শুধুমাত্র চলচিত্রের কলাকুশলীদের জন্য সীমাবদ্ধ। বাইরের কেউ সেখানে প্রবেশ করার অনুমতি পাবে না। পুরো হোটেলটি সুরক্ষিত বলেই খবর। সলমনের নিরাপত্তার মধ্যে রয়েছে সরকার-অনুমোদিত সুরক্ষা, এনএসজি কমান্ডো এবং পুলিশ আধিকারিকরা। পাশাপাশি সলমনের নিরাপত্তায় সেটআপে প্রাক্তন আধাসামরিক কর্মীদের সমন্বয়ে একটি চার-স্তরীয় ব্যবস্থা, তার দেহরক্ষী দ্বারা নির্বাচিত একটি দল।
বারংবার হুমকি বার্তা পাচ্ছেন সলমন খান। বুধবারই গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। যে কিনা সলমনকে খুনের হুমকি দিয়েছিলো। রাজস্থান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কার্যত সেই সূত্রেই কি কিং খানকে খুনের হুমকি নাকি অন্য কোনো কারণ রয়েছে, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে বাদশার নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে।
জানা যায়, এর আগেও বেশ কয়েকবার হুমকি ফোন পেয়েছেন শাহরুখ। বারংবার এধরনের হুমকিতে স্বভাবতই ছড়াচ্ছে আতঙ্ক। উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যার জন্য শুরু থেকে বিষ্ণই গ্যাং-এর নিশানায় রয়েছেন সলমন খান। ১২ অক্টোবর বাবা সিদ্দিকীর খুনের পর সেই আতঙ্ক আরও তীব্র হয়েছে। নিরাপত্তার ঘেরাটোপে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেতা।