‘পুষ্পা ২’-র আইটেম গানে পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন শ্রীলীলা
Srileela opens up about her remuneration for the item song in 'Pushpa 2'

Truth of Bengal: আগামী ৫ ডিসেম্বর গোটা দেশজুড়ে মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২’। যতই মুক্তির দিন এগিয়ে আসছে তত বেশি করে এই ছবি নিয়ে উন্মাদনা যেন বাড়ছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘পুষ্পা ২’- এর আইটেম গান ‘কিসিক’। পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই গান। আইটেম গানে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে। তবে নেটিজেনদের একাংশের পছন্দ হয়নি এই গান। তাদের মতে ‘কিসিক’ কোনো ভাবেই ‘উঁ অন্তভা’ কে টক্কর দিতে পারেনি।
‘পুষ্পা’ এর সাফল্যের পিছনে বড় ভূমিকা ছিল আইটেম গানের। ‘উঁ অন্তভা’ গানে সামান্থার আবেদনময়ী উপস্থাপনা রাজ করেছিল গোটা দেশ জুড়ে। স্বাভাবিক ভাবেই‘পুষ্পা ২’-এর আইটেম গান নিয়ে প্রত্যাশা অনেকটাই ছিল সকলের। তবে ‘পুষ্পা ২’- এর আইটেম গান ‘কিসিক’ মুক্তির পর মন ভেঙেছে দর্শকদের। গানের কথা থাকে সুর কোনোটাই মনে দাগ কাটেনি দর্শকদের। উল্টে ‘কিসিক’ এর তুলনায় ‘উঁ অন্তভা’ আজও বেশি জনপ্রিয় সকলের কাছে।
শোনা যায়, ‘পুষ্পা ২’-এ আইটেম গান ‘কিসিক’ এর প্রস্তাব যায় প্রথমে সামান্থার কাছে। তার পরে এই প্রস্তাব দেওয়া হয় শ্রদ্ধা কপূরকে। কিন্তু শ্রদ্ধা ৫ কোটি পারিশ্রমিক চাওয়ায় সেই কথা আর এগোয়নি। শেষমেষ ছবির নির্মাতারা বেছে নেন শ্রীলীলাকে। তবে ‘উ আন্টাভা’র জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি টাকা পারিশ্রমিক। সেখানে শ্রীলীলাকে আইটেম গানের জন্যে দেওয়া হল ২ কোটি টাকা।
আর এবার ‘পুষ্পা ২’-এ আইটেম গান ‘কিসিক’ এ তার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হলে শ্রীলীলা বলেন, প্রযোজকের সঙ্গে পারিশ্রমিক নিয়ে নাকি তাঁর কোনও আলোচনাই হয়নি। তাই পারিশ্রমিক নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে সে যাই হোক ‘কিসিক’ দর্শক মনে জায়গা করতে না পারলে ও গানে শ্রীলীলার উপস্থিতি, নাচ, লুক সবই প্রসংশিত হয়েছে। এখন দেখার বক্স অফিসে কতটা বাজিমাত করতে করে ‘পুষ্পা ২: দ্য রুল’।