বিনোদন

ফের তিরুপতি দর্শনে শ্রীদেবীকন্যা, তবে একা নন অভিনেত্রী। তাঁর সঙ্গে কারা ছিলেন ?

Sridevi daughter in Tirupati Darshan

The Truth of Bengal: মনোবাঞ্ছা পূরণ করতে বারবার তিরুপতিতে ছুটে গিয়েছেন জাহ্নবী কাপুর। তাই, এবার দোলের আগে ফের দেখা গেল তাঁকে। তবে, এবার তাঁর সঙ্গে ছিল তাঁর বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়া এবং বন্ধু ওরি ওরফে ওরহান অবত্রমানি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটপাড়ায় চর্চার কেন্দ্রে শ্রীদেবীকন্যা।

বিশেষ করে তিনি যেভাবে হাঁটুতে ভর করে খাঁড়া সিঁড়ি বেয়ে তিরুপতি দর্শন করেছেন তাতে অবাক নেটিজেনরা। তাঁর ভক্তি ও নিষ্ঠা দেখে কেউ কেউ তাঁকে বলিউডের সংস্কারি কন্যা বলে অভিহীত করেছেন। এদিন অভিনেত্রীকে দেখা গেল, পরনে হালকা গোলাপি রঙের চুড়িদারে।

একেবারে মেকআপহীন সাদামাটা ভাবেই ক্যামেরায় ধরা দিলেন জাহ্নবী কাপুর। আর হাঁটুমুড়ে মন্দিরের এই এতগুলো সিঁড়ি বেয়ে উঠে ক্লান্ত শরীরে অভিনেত্রী জানিয়েছেন যে তিরুপতিতে গেলে তাঁর জীবনে সবসময় ভাল কিছু ঘটে, তাই তিনি বারবার ছুটে আসেন তিরুপতি দর্শনে।

Related Articles