সুন্দরবনে ‘বনবিবি’র বিশেষ স্ক্রিনিং, তারকাদের সঙ্গে হাজির গ্রামের মানুষ
Special screening of 'Ban Bibi' in Sundarbans

The Truth of Bengal: বাংলা সিনেমাকে বাঁচাতেই নতুন উদ্যোগ নিল টিম বনবিবি। সুন্দরবনের প্রেক্ষাপটে এই ছবির চিত্রনাট্য দানা বেধেছে। সেকথা মাথায় রেখেই শুক্রবার ছবি মুক্তির আগে সুন্দরবনে ছবির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। গোসাবার বিজয়নগর আদর্শ বিদ্যামন্দির প্রাঙ্গণে প্রজেক্টার টাঙিয়ে সিনেমা দেখতে সেখানকার মানুষদের সঙ্গে ছবি দেখলেন টলিউড তারকারাও।
এই ছবিতে বহুদিন পর কাজ করেছেন অভিনেত্রী পার্ণো মিত্র। ছবিতে রেশমের ভূমিকায় অভিনয় করেছেন। এইরকম এক অভিনব উদ্যোগে সামিল হতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। পাশাপাশি এই ছবিতে পার্ণোর বিপরীতে দেখা গেল অভিনেতা আর্য দাসগুপ্তকে। তিনিও পার্নোর মতই উচ্ছ্বসিত এই অভিনব উদ্যোগে সামিল হয়ে।
টলিউড অভিনেতাদের সঙ্গে বনবিবি ছবিতে দেখা যাবে বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। ছবিতে দক্ষিণারায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ধরণের খোলা আকাশের নীচে সকলের সঙ্গে বসে ছবির প্রিমিয়ার বেশ উপভোগ করলেন তিনি। এবং শৈশবের স্বাদ ফিরে পাওয়ায় ‘বনবিবি’র ‘দক্ষিণা রায়’ দিব্যেন্দু ভট্টাচার্যও বেশ খুশি।
গোসাবায় কোনও সিনেমাহল না থাকায় ‘বনবিবি’র বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন গ্রামের মানুষজন। জীবন আর চারপাশের দৃশ্য যখন প্রজেক্টারের পর্দায় জীবন্ত হয়ে উঠল, তখন সুন্দরবনের মানুষেরা একাত্ম হয়ে গেলেন ছবির তারকাদের সঙ্গে। ফলে, ‘বনবিবি’র এই স্পেশাল স্ক্রিনিং যেন জন্ম দিল ‘দুয়ারে সিনেমা’ নামের এক নতুন উদ্যোগের।