বিনোদন

দুর্ঘটনার কবলে দক্ষিণী তারকা অজিত কুমার! কেমন আছেন অভিনেতা?

South star Ajith Kumar in an accident! How is the actor?

Truth Of Bengal: দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা অজিত কুমার। ইতিমধ্যেই একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে। অজিত কুমারের দক্ষ অভিনয়ে মুগ্ধ দক্ষিণ তো বটেই সঙ্গে উত্তরও। গোটা দেশ জুড়ে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। এক সে বার কর এক অভিনয় অজিতের ধ্যান জ্ঞান হলেও আরও একটি প্যাশন রয়েছে। সেটি হল রেসিং কার ও বাইক চালানো। ইতিমধ্যেই মুম্বই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন। এমনকি আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছেন তিনি। তবে এবার ঘটে গেল বিপত্তি। দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে হল জনপ্রিয় দক্ষিণী তারকা অজিত কুমারকে। ঘণ্টায় ১৮০ কিমি বেগে তিনি গাড়ি চালাচ্ছিলেন। তবে স্বস্তির খবর সুস্থই রয়েছে অভিনেতা।

সূত্রের খবর, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতার অনুশীলন করছিলেন অজিত কুমার। এই প্রতিযোগিতার নিয়ম হল, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তাঁর অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।

ইতিমধ্যেই দুর্ঘটনার সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, ”অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।” অজিতের সুস্থতার খবর যথেষ্ট স্বস্তি দিয়েছে তার অনুরাগীদের। সবমিলিয়ে বলা যায়, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দক্ষিণী তারকা।

Related Articles