বিনোদন

অন্তিম লগ্নে দাদার দাদাগিরি, শেষ পর্বে সৌরভের সঞ্চালনা

Sourav's performance in the last Dadagiri episode

The Truth of Bengal: ক্রিকেটের ময়দানে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা উঠলেই বাঙালির বুক ভরে ওঠে গর্বে। এখন আর তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সাথে সরাসরি যুক্ত না থাকলেও তাঁর কৌলীন্যে যে এতটুকু আঁচ আসেনি তা বোঝা যায় জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরির জনপ্রিয়তা দেখলে। তবে এবার এই শো তার অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহের আগামী রবিবার অর্থাৎ ৫ মে অনুষ্ঠিত হতে চলছে দাদাগিরি সিজিন ২ এর গ্র্যান্ড ফিনালে।  বাঙালির বরাবরই সৌরভ গঙ্গোপাধ্যায় এর প্রতি আবেগ একটু আলাদা।

ক্রিকেটের ময়দানে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেনকে নিয়ে বাঙালির বুক ভরে ওঠে গর্বে। যদিও বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে দাদা সরাসরি যুক্ত না হলেও তার ভালোবাসা যে কতটা দৃঢ় সেটা বোঝা যায় দাদাগিরিতে। একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের এর জনপ্রিয় রিয়েলিটি শো এই দাদাগিরি। বরাবর এই রিয়ালিটি শো টিআরপিতে থাকে। বর্তমানে ১০ নম্বর সিজন চলছে এই শোটির। এই সিজনের থিম ছিল বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। সমাজে নানান স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কৃতি বাঙালিরা এই মঞ্চে এসেছেন।

তবে এবার দাদাগিরির অন্তিম পর্ব চলছে। অর্থাৎ শেষ হতে চলেছে দাদাগিরির পালা। যদিও এমন ভাবার কোন কারণ নেই যে টেলিভিশন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সৌরভ। আসলে এই সিজন শেষ হতে চলেছে। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে শেয়ার করা হয়েছে অন্তিম পর্বের প্রোমো ভিডিও। যেখানে দেখা যাচ্ছে গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুতি চলছে জোরদার। চলতি সপ্তাহের আগামী রবিবার অর্থাৎ ৫ মে অনুষ্ঠিত হতে চলছে দাদাগিরি সিজিন ২ এর গ্র্যান্ড ফিনালে। এবার শুধু এটাই দেখার যে এই দশ নম্বর সিজনের শেষে কোন জেলা জিতে নেয় এবারের সেরার সেরা পুরস্কার।

Related Articles