প্রচারের মাঝেই বিয়ের প্রস্তুতি সোহিনীর
Sohini's wedding preparations are in the midst of publicity

The Truth Of Bengal: শোভনের সঙ্গে বিয়ের তোড়জোর শুরু করেছেন এই অভিনেত্রী। তারা বিয়ের তারিখও জানিয়েছেন।আগামী ১৪ জুন ‘অথৈ’ মুক্তির পর ১৮ জুলাই ছাদনাতলায় যাবেন এই তারকা জুটি। তাই সিনেমার প্রচার ছাড়াও বিয়ের প্রস্তুতি নিয়ে সোহিনী ব্যস্ত।
বলা যায় রাখ রাখ ঢাক ঢাক আর কোনও কিছুতেই নেই। টলিপাড়ার চর্চিত জুটি শোভন-সোহিনীকে নিয়ে রোজই কোনও না কোনও খবর সামনে আসে। আর তাঁদের বিয়ে নিয়ে বহুদিন ধরেই রটনা, সব রটনাকে সত্যি করে, জুলাই মাসেই নাকি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্য়ায়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জুলাই মাসের ১৮ তারিখই নাকি ছিমছাম বিয়ে সারবেন সোহিনী ও শোভন।
টলিপাড়ার সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি রূপটান শিল্পী, শপিং থেকে ফটোগ্রাফার, প্রাথমিক পর্যায়ে সবই নাকি চূড়ান্ত। এই মুহূর্তে সোহিনী ব্যস্ত রয়েছে ‘অথৈ’ ছবির প্রচারে। এই প্রচারের ফাঁকেই নাকি বিয়ের প্রস্তুতি সারছেন তিনি। শোনা যাচ্ছে, এই ছবির মুক্তির পরেই বিয়ের ব্যাপারে জোরকদমে নেমে পড়বেন। বেশ কয়েক মাস আগে শোভন তাঁর সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল সোহিনীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শোভন। আর সেই ছবি করে, শোভন লিখলেন, ”শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল…”। তখন থেকেই এই দুজনকে নিয়ে নানা রটনা। নানা গুঞ্জন।