বিনোদন

মা হলেন ছোট পর্দার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

Small screen actress Devoleena Bhattacharya became mother

Truth of Bengal: অপেক্ষার অবসান। মা হলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন দেবলীনা। ১৮ ডিসেম্বর দেবলীনা ভট্টাচার্য ও শানওয়াজ় শেখের ঘর আলো করে জন্ম নিয়েছে একরত্তি। এদিন সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করেন নতুন মা।

দেবলীনা সমাজমাধ্যমের পোস্টে লেখেন, “আমাদের কোলে পুত্রসন্তান এসেছে। এই খুশির খবর ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।” দেবলীনা এই সুখবর ভাগ করে নেওয়ার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছে কমেন্ট বক্স। নতুন বাবা মাকে শুভেচ্ছা জানাচ্ছেন তারকা থেকে শুরু করে তার অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Devoleena Bhattacharjee (@devoleena)

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে দেবলীনা জানিয়েছিলেন তার অন্তঃসত্তা হওয়ার সুখবর। সেই মুহুর্তের ছবিও ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই সময়ে সমাজমাধ্যমের পোস্টে দেবলীনা লিখেছিলেন, “মাতৃত্বের এই সফর উদ্‌যাপন করছি পঞ্চামৃত রীতি মেনে। এই রীতিতে ঐতিহ্য ও ভালবাসা মিলেমিশে একাকার হয়ে যায় মা ও তাঁর গর্ভস্থ সন্তানের জন্য।

এই রীতির উদ্দেশ্যই হল এই পর্বে যেন মা ও গর্ভস্থ সন্তান সুস্বাস্থ্য ও সমৃদ্ধির অধিকারী হয়।” এরপর দেবলীনার সাধের অনুষ্ঠানও হয় বেশ ধুমধাম করে। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। বাবা মা হলেন দেবলীনা ভট্টাচার্য ও শানওয়াজ় শেখ। সব মিলিয়ে এখন এই একরত্তিই দেবলীনা-শানওয়াজের দুনিয়া।

Related Articles