বিনোদন

নিজের সাদামাটা জীবন নিয়ে মুখ খুললেন গায়ক অরিজিৎ সিং

Singer Arijit Singh opens up about his simple life

Truth of Bengal: অরিজিৎ সিং নামটা বলতেই মনে আসে গায়কের সাদামাটা জীবন যাপনের কথা। কেরিয়ারের শুরুতে অনেক ঝড় ঝাপটা সামলে বর্তমানে হাজার হাজার ভক্তের মনে অনেকখানি জায়গা জুড়ে রয়েছেন গায়ক। তাঁর অনবদ্য কণ্ঠস্বরে এক কথায় মুগ্ধ সকলেই। অরিজিৎ সিং-এর গান ছবির ক্ষেত্রেও এক বাড়তি পাওনা।

যে মানুষটির কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয়, যাঁর সাক্ষাতের জন্য ভক্তরা মুখিয়ে থাকেন, সেই স্টারকেই একদম সাধারণ মানুষদের সাথে পথে চলতে দেখা যায়। যে কিনা অনায়াসেই বিলাসবহুল ফ্লাট  কিংবা বাংলো-তে থাকতে পারেন, ব্যবহার করতে পারেন দামি গাড়িও। তবে তা না করে একদম উল্টো জীবনযাপন করেন অরিজিৎ সিং। তবে প্রশ্ন থাকছেই, গায়ক কীভাবে এত সাধারন থাকেন? সেলিব্রিটির সংজ্ঞাটা সাধারণ মানুষের কাছে খুব স্পষ্ট। যে কিনা ধরা ছোঁয়ার বাইরে।

অনেক সময়ে স্টারদের পথে ঘাটে দেখলে ভক্তের উত্তেজনার বসে অনেক অপৃতিকর ঘটনাও ঘটে থাকে। তবে অরিজিৎ সিং এসবের বাইরে। পরনে সাধারণ পোশাক, পায়ে চটি, স্কুটারে চেপে পথে ঘুরে বেড়াতে হামেশায় দেখা যায়। মুর্শিদাবাদের বাসিন্দাদের কাছে এ ছবি নতুন কিছু নয়। এক সাক্ষাতকারে গায়ককে জিজ্ঞাসা করা  হয়েছিল, তিনি কেন এতো সাধারণভাবে জীবন কাটান? কী উত্তর দেবেন বুঝতে না পেরে গায়ক অরিজিৎ সিং পাল্টা প্রশ্ন করেছিলেন, “এতো ইউনিক প্রশ্ন কেন? আমি এভাবেই থাকতে পছন্দ করি। এভাবেই ভাল আছি।” আর পথে ঘাটে হাঁটা কিংবা রিক্সা চড়ার বিষয় তিনি স্পষ্ট বলেন, সবকিছুই তাঁর বাড়ির কাছেই।

Related Articles