বিনোদন

প্রেম করছেন শ্রদ্ধা-রাহুল! গুঞ্জনে সিলমোহর অভিনেত্রীর

Shraddha-Rahul are in love! The actress seals the rumors

Truth Of Bengal: বলিউড তারকাদের প্রেম বরাবরই টক অফ দ্যা টাউন। আর সেটা যদি হয় শ্রদ্ধা কাপুর তাহলে তো কোনো কথাই নেই। শ্রদ্ধা যে প্রেম করছেন সেই খবর আগেই জানা গিয়েছিল। চলতি বছরের শুরু থেকেই শোনা গিয়েছিল প্রেম শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদি। বিভিন্ন ইভেন্টেও একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন শ্রদ্ধা-রাহুল। এরপর একপ্রকার এই সর্ম্পকে সিলমোহর ও দিয়েছিলেন শ্রদ্ধা। কিন্তু হঠাৎ করেই অগস্ট মাসে রাহুলের সঙ্গে শ্রদ্ধার ব্রেকআপ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। শোনা গিয়েছিল শ্রদ্ধা নাকি রাহুলকে ইনস্টাগ্রামে আনফলোও করেছিলেন। যদিও রাহুল কখনওই তাঁকে আনফলো করেননি। আর এই সব যে গোটা টাই গুঞ্জন, তাদের সম্পর্ক যে এখনো অটুট সেটা পোস্ট করে জানিয়ে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি শ্রদ্ধা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন আর সেখানেই স্পষ্ট হয়েছে শ্রদ্ধা-রাহুলের সম্পর্কের রসায়ন। বেড়েছে তাদের সর্ম্পকের জল্পনা। শ্রদ্ধা তাঁর ইনস্টাগ্রামে মুম্বইয়ের বিখ্যাত স্ট্রীট ফুড বড়া পাওয়ের ছবি পোস্ট করে তাঁর গুঞ্জন প্রেমিক রাহুল মোদীকে ট্রিট দেওয়া নিয়ে রসিকতা করেছেন। ছবিটি পোস্ট করে নায়িকা রাহুলকে ট্যাগ করে ক্যাপশনে লেখেন, ‘বড়া পাও- এর জন্য আমি তোমাকে সবসময় ধমক দিতে পারি।’

ছবিটির সঙ্গে অভিনেত্রী ব্যাকগ্রাউন্ডে কিশোর কুমারের ক্লাসিক গান ‘ইয়ে বড্ডা রাহা’ দিয়েছিলেন। আর তাতেই আরও বেড়েছে তাদের প্রেমের গুঞ্জন। সবমিলিয়ে বলাই যায় শ্রদ্ধা-রাহুল যে সম্পর্কে রয়েছেন তা স্পষ্ট।

Related Articles