বিনোদন

শুটিং ফ্লোরে হঠাৎ অসুস্থ শিবপ্রসাদ, কী হয়েছে তাঁর ?

Shivprasad is suddenly sick on the shooting floor, what happened to him?

The Truth Of Bengal : শুটিং ফ্লোরে হঠাৎ আহত শিবপ্রসাদ। জানা যায় কোমরে গুরুতর চোট সংক্রান্ত কারণে তাকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে বহুরূপী ছবির শুটিং চলছে ব্যারাকপুরে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। বৃহস্পতিবার হঠাৎ শুটিং চলাকালীন, বহুরূপী ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালিত ‘বহুরূপী’ ছবিতে রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট। শিবপ্রসাদের সঙ্গে অন্য একজন অভিনেতার অ্যাকশনের দৃশ্যের শুটিং চলছিল। ঠিক তখনই উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যকে প্রস্ফুটিত করতে গিয়ে হঠাৎ সহ অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান তিনি।

শিবপ্রসাদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পরিচালক আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পরিচালকের অসুস্থতার জন্য কোনভাবেই থেমে থাকেনি শুটিং। বাকি অভিনেতাদের নিয়েই ফের শুরু হয় শুটিং।

পরিচালকের এ্যান ও অসুস্থতায় চিন্তায় পড়েছেন তাঁর অনুগামীরা। এই পরিচালকের পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী পুজোতেই। হাসপাতলে নানান পরীক্ষা নিরীক্ষার পর পরিচালকের শারীরিক অবস্থার সম্পর্কে চিকিৎসকেরা কি বলেন তার দিকেই এখন তাকিয়ে ছবির ইউনিট থেকে শুরু করে তাঁর অনুগামীরা।

Related Articles