
The Truth of Bengal: অবশেষে অপেক্ষার অবসান। পদ্মভূষণ পাওয়ার পরই ফের শ্যুটিং শুরু করে দিলেন মিঠুন চক্রবর্তী। ছবির নাম শাস্ত্রী। পরিচালক পথিকৃত্ বসুর পরিচালনায় এই ছবিতে মিঠুনের বিপরীতে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী দেবশ্রী রায়। ফলে, দীর্ঘ ১৬ বছর পর ফের দেখা যাবে মিঠুন-দেবশ্রীর সুপারহিট জুটিকে। মঙ্গলবার ছবির কাস্ট অ্যান্ড ক্রিউয়ের সঙ্গে পুজো করে শুভ মহরত সেরে ফেললেন ছবির প্রযোজক সোহম চক্রবর্তী। প্রথমবার মিঠুনের মত একজন বড় মাপের অভিনেতাকে ডিরেকশন দেবেন পথিকৃত, তাই স্বাভাবিকভাবেই ভীষণ বেশ উচ্ছ্বসিত পরিচালক পথিকৃত্ বসু।
দেবারতি মুখোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি হবে এই ছবিটি। ছবিতে প্রধান চরিত্র পরিমল সান্যালের ভূমিকায় অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। বিজ্ঞান-অপবিজ্ঞান দ্বন্দ্ব নিয়েই তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। সোহম চক্রবর্তীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় । এই ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের পাশাপাশি বিভিন্ন চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্র, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতাদের। ছবির শুভ মহরতে মিঠুন চক্রবর্তী না থাকলেও এদিন তাকে নিয়েই সবাই উচ্ছ্বসিত ছিল।
জানা গিয়েছে, ছবির কেন্দ্রীয় চরিত্র পরিমলের জীবনের দু’টি অধ্যায় তুলে ধরা হবে। সেই মতোই লুক সেট হয়েছে মিঠুনের। অন্যদিকে, পরিমলের স্ত্রী সরলার ভূমিকায় অভিনয় করবেন দেবশ্রী রায় । একইভাবে সরলার জীবনেরও দু’টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে । লুকেও রয়েছে চমক । বুধবার থেকে শ্যামবাজার চত্বরে শুরু হয়েছে ছবির শ্যুটিংপর্ব। চলতি বছর পুজোয় মুক্তি পাবে মিঠুন-দেবশ্রীর শাস্ত্রী।