বিনোদন

জেল হতে পারে শাকিরার! জরিমানা দিলেও নিস্তার নেই! ৮ বছরের হাজতবাসের সম্ভাবনা!

Shakira can be jailed! There is no escape even if the fine is paid! The possibility of 8 years of imprisonment!

The Truth Of Bengal : ফের বিপাকে কলোম্বিয়ান পপ তারকা শাকিরা। জেল হতে পারে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর। কর ফাঁকি দেওয়ার অভিযোগ শাকিরার বিরুদ্ধে। শাকিরার বিরুদ্ধে অভিযোগ এনেছে স্প্যানিশ সরকার। মোটা অঙ্কের জরিমানা দিলেও জেল হতে পারে শাকিরার। গত কয়েক বছর ধরে কর ফাঁকি দিয়েছেন শাকিরা। এমনকী, কর ফাঁকি দেওয়ার কারণে ২ কোটি ৪০ লক্ষ ইউরোর, যা ভারতীয় মুদ্রায় ২৮১ কোটি টাকার জরিমানা দিয়েছেন।

তবে এত মোটা টাকা জরিমানা দিয়েই রক্ষে নেই গায়িকার। সূত্রের খবর, শাকিরার বিরুদ্ধে এসেছে নতুন অভিযোগ। যে কারণে গায়িকার জেলও হতে পারে। সূত্রের খবর স্প্যানিশ সরকার শাকিরার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেল তা হল ২০১৮ সালে নাকি মোটা টাকা কর হিসাবে দেওয়ার কথা ছিল পপ তারকার। পাঁচ বছর ধরে সেই কর মেটাননি এই পপ তারকা। শুধু তা-ই নয়, ভুয়ো এক সংস্থার নাম ব্যবহার করে নাকি কর ফাঁকি দেওয়ার চেষ্টাও করেছিলেন গায়িকা। যে কারণেই চরম আইনি জটিলতার মধ্যে পড়েছেন শাকিরা।

এর পাশাপাশি আরও যে খবর স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বিশেষ কর দিতে হয়। আসলে ফুটবলার জের্ডার পিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন শাকিরা বার্সেলনায় থাকতেন। পরে সম্পর্ক ভেঙে যেতে শাকিরা মায়ামিতে চলে যান। সূত্রের খবর, বার্সেলনার এক আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন, এই কারণেই শাকিরার হাজতবাস হওয়া উচিত। আইনজীবীর দাবি শাকিরা যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন, তাতে তাঁর প্রায় আট বছর দু’মাসের জেল হওয়ার কথা। যদিও গায়িকা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

FREE ACCESS

Related Articles