সেন্সরের কাঁচিতে ‘শয়তান’, ছবির প্লট নিয়ে আপত্তি বোর্ডের
'Shaitaan', the film's plot objection board

The Truth of Bengal: দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘শয়তান’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে শোরগোল ফেলে দিয়েছেন শয়তান আর মাধবন। হরর থ্রিলারের ঝলক দেখার পর অভিনেত্রীর স্ত্রীও তাঁকে দূরে থাকার হুমকি দিয়েছেন। এবার সেই অতিপ্রাকৃত সিনেমার প্লট নিয়েই সেন্সর বোর্ডের কাছে বিপাকে পড়ল টিম ‘শয়তান’।
গুজরাটি ফিল্ম ‘ভাশ’-এর হিন্দি রিমেক হল বলিউডের নতুন সুপারন্যাচারাল ছবি শয়তান। আগামি শুক্রবার মুক্তি পাবে অজয় দেবগণ, আর মাধবন ও দক্ষিণি অভিনেত্রী জ্যোতিকা অভিনীত এই ছবিটি। ছবিতে মাধবনের ব্ল্যাক ম্যাজিকের মুখে পড়বে অজয় দেবগণ ও তাঁর পরিবার।
ছবির এই স্টোরি নিয়েই বিপাকে পড়ল ছবির প্রযোজক অজয় দেবগণ ও পরিচালক বিকাশ বহেল। বলিউড মাধ্যম সূত্রে খবর, সেন্সর বোর্ডের তরফে পরিচালক বিকাশ বহেলকে নির্দেশ দেওয়া হয়েছে, চিৎকারের মাঝে কুরুচিকর কোনও শব্দকেও বাদ দিয়ে তার পরিবর্তে অন্য কোনও শব্দ ব্যবহার করতে হবে। এবং মুখ থেকে রক্ত ঝরার দৃশ্যেও আপত্তি তুলেছে সেন্সরবোর্ড। সেন্সরবোর্ড রক্তাক্ত সিনের ২৫ শতাংশ কমানোর নির্দেশে দিয়েছে। তবে, কাঁচি চালালেও নির্দিষ্ট দিনেই ছবিটি U/A সার্টিফিকেটে মুক্তি পাবে।
লোকসভা ভোটের প্রাক্কালে সেন্সর বোর্ড কড়া আতস কাচে রেখে সমস্ত সিনেমাকে ছাড়পত্র দিচ্ছে। ধর্মীয় কিংবা কুসংস্কার প্রচারমূলক কোনও বার্তা যাতে না যায় সমাজের কাছে, সেই প্রেক্ষিতেই ‘শয়তান’-এর বেশ কিছু দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড বলে মনে করছে বলিউডের সমালোচকমহল।