বিনোদন

আর মেট গালায় দেখা যাবে না শাহরুখ খানকে! জানিয়ে দিলেন কিং খান

Shah Rukh Khan will not be seen at the Met Gala again! King Khan announced

Truth Of Bengal: বিশ্ব ফ্যাশন মঞ্চ ‘মেট গালা’। এবার প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ‘মেট গালা’-র রেড কার্পেটে হেঁটে ইতিহাস তৈরি করলেন শাহরুখ খান। সোমবার মেট গালার রেড কার্পেটে হাঁটলেন কিং খান। রেড কার্পেটের জন্যে শাহরুখ বেছে নিয়েছিলেন সম্পূর্ণ কালো পোশাক। মেট গালায় তাঁর লুক নিয়ে এখনো চর্চার শেষ হয়নি। এর মধ্যেই কিং খান জানিয়ে দিলেন, এটাই তাঁর শেষ মেট গালা। আর তাতেই মন ভেঙেছে তাঁর অগুণিত ভক্তদের।

এদিন মেট গালায় শাহরুখ খান বলেন, “আমার দেশের মানুষদের প্রতিনিধিত্ব করা ভীষণ জরুরী। ভারত এখন সর্বক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে এবং আমাদের উপস্থিতির গুরুত্বটাও বিশ্বকে বুঝিয়ে দেওয়া দরকার।” তাঁর আরও সংযোজন, “অসহিষ্ণুতার পথে না হেঁটেও যে শৈল্পিক সত্ত্বায় প্রতিবাদ করা যায়, এটা তার উদাহরণ।”

মেট গালায় যোগ দেওয়া প্রসঙ্গে শাহরুখের সংযোজন, “জানি না, আমি নিজে থেকে কোনওদিন মেট গালায় আসতাম কিনা, তবে আমার সন্তানরা মেট গালা নিয়ে ভীষণই উচ্ছ্বসিত ছিল। ওরা জোর করল বলেই এলাম। আর সব্যসাচী যখন আমায় যোগ দেওয়ার পরামর্শ দিলেন, তখন তো ওরা একেবারে আনন্দে আত্মহারা। আমি এখনও জানি না,আমার বাচ্চাদের আনন্দের আসল কারণটা কী? ওরা আদতেই ‘বাহ’ বলতে চেয়েছিল, নাকি আমাকে মেট গালা লুকে ভালো লাগবে, সেটা বোঝাতে চেয়েছিল, আমি সত্যিই বুঝিনি।”

এদিন মেট গালায় তাঁর পোশাক সম্পর্কে তিনি বলেন, “আমি সব্যকে বলেছিলাম, আমি শুধু সাদা কিংবা কালো পোশাকেই স্বচ্ছন্দ্য বোধ করি। তবে দেখলাম ও আমার জন্য যে পোশাকটা বানিয়েছে, সেটাতে বেশ আরামদায়ক। কোনও অসুবিধে হচ্ছে না।” পোশাক নয়, নিজের ব্যক্তিত্বের জোরেই মেট গালার রেড কার্পেটে বাজিমাত করলেন কিং খান। আর সব শেষে

পশ্চিমী বিনোদুনিয়ার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রসিকতা করে এও জানিয়ে গেলেন যে,”এটা আমার জীবনের শেষ মেট গালাও হতে পারে।” আর তাতেই মন ভেঙেছে কিং খানের অগুণিত ভক্তদের। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য,  এবছর ৫ মে অনুষ্ঠিত হল ‘মেট গালা’। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছিল। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দিলেন তারকারা। তবে সকলের মাঝখানে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ‘মেট গালা’-র রেড কার্পেটে  শাহরুখ খানের লুক নজরকাড়া। এদিন রেড কার্পেটের জন্যে শাহরুখ বেছে নিয়েছিলেন সম্পূর্ণ কালো পোশাক। পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লম্বা কালো কোট। যা মেঝেতে লুটিয়ে ছিল। কালো শার্ট। গলায় ছিল ভারী ও চকমকে বেশ কয়েকটি হার। ছিল একটি ‘K’ লেখা পেনডেন্ট। যা হিরে খচিত। হাতে ছিল বেশ কয়েকটি আংটি। এর সঙ্গে হাতে ছিল স্টিক। এক কথায় কিং খানের এই লুকে মুগ্ধ তাঁর অগুণিত ভক্তরা।

Related Articles